লখনউ সুপার জায়ান্টস তাদের অধিনায়ক কে.এল. রাহুলকে রিটেন না করার সিদ্ধান্ত নিয়েছে, এটি এখন প্রায় নিশ্চিত। তবে রাহুলকে বাদ দিলেও লখনউ সুপার জায়ান্টস কাদের রিটেন করবে এ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। একটি প্রথমসারির ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে লখনউ সুপার জায়ান্টস উইকেটকিপার-ব্যাটসম্যান নিকোলাস পুরানকে ২০ কোটি টাকায় রিটেন করতে যাচ্ছে। এছাড়া, মায়াঙ্ক যাদব, রবি বিষ্ণোই ও আয়ুষ বাদোনিকেও রিটেন করার সম্ভাবনা রয়েছে। অনুমান করা হচ্ছে হচ্ছে, যদি ঋষভ পন্থ নিলামে অংশ নেন, তাহলে লখনউ সুপার জায়ান্টস তাঁকে দলে নিতে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে পারে (Lucknow Super Giants, Nicholas Pooran)।
আজ দুপুরেই কিছু প্রতিবেদন মারফত উঠে এসেছে যে, নিকোলাস পুরান ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। লখনউ দলের মেন্টর জহির খান ও প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারের সম্মতি পেয়েছে এই চুক্তি। মায়াঙ্ক যাদব ও রবি বিষ্ণোইয়ের রিটেন হওয়া প্রায় নিশ্চিত, তবে আয়ুষ বাদোনিকে নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। ধারণা করা হচ্ছে, লখনউ সুপার জায়ান্টস মহসিন্ খান ও আয়ুষ বাদোনির মধ্যে যেকোনো একজনকে রিটেন করবে। রিটেন খেলোয়াড়দের ওপর মোট ৪০ কোটি টাকা ব্যয় করার পরিকল্পনা করছে লখনউ, ফলে নিলামের জন্য তাঁদের হাতে থাকবে আরও ৮০ কোটি টাকা।
ভারতের পর দক্ষিণ আফ্রিকার কাছেও হোয়াইটওয়াশ হলেন টাইগার্সরা
লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants, Nicholas Pooran) ছাড়াও অন্যান্য দলগুলোও তাদের রিটেন খেলোয়াড়দের তালিকা প্রায় চূড়ান্ত করেছে। সানরাইজার্স হায়দরাবাদ তাদের উইকেটকিপার-ব্যাটসম্যান হেনরিক ক্লাসেনের ওপর ২৩ কোটি টাকা খরচ করতে পারে। এছাড়া অস্ট্রেলিয়ার ওপেনার ট্র্যাভিস হেডকে ১৪ কোটি টাকায় ও অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডিকে ৬ কোটি টাকায় রিটেন করার সিদ্ধান্ত নিয়েছে। আজ রাতের মধ্যেই সব আইপিএল দলের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।