থুতু ছিটিয়ে সাসপেন্ড হওয়া বিদেশির সঙ্গে East Bengal যোগ!

একজন হাই-প্রোফাইল বিদেশি স্ট্রাইকারের সঙ্গে সম্প্রতি নাম জড়িয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal)। অতীতে ইন্টার মিলানের খেলা এক ফুটবলারের প্রতি ইস্টবেঙ্গল নাকি আগ্রহী। Advertisements আরও পড়ুন: East Bengal:…

Luc Castaignos

একজন হাই-প্রোফাইল বিদেশি স্ট্রাইকারের সঙ্গে সম্প্রতি নাম জড়িয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal)। অতীতে ইন্টার মিলানের খেলা এক ফুটবলারের প্রতি ইস্টবেঙ্গল নাকি আগ্রহী।

Advertisements

আরও পড়ুন: East Bengal: ‘এটিকে’ আশঙ্কা উড়িয়ে ইস্টবেঙ্গল খেলবে ইস্টবেঙ্গল নামেই

   

সম্প্রতি শোনা যাচ্ছে লুক কাসাইনোসের নাম। নেদারল্যান্ডসের এই স্ট্রাইকারের বয়স এখন ২৯। ইতিমধ্যে খেলেছেন বিশ্বের বেশ কিছু নামী ক্লাবে। ফেইনুড থেকে উঠে আসা লুক পেশাদার ফুটবল কেরিয়ারে খেলেছেন ইন্টার মিলান, ফ্রাঙ্কফুর্ট, লিসবনের স্পোর্টিং ক্লাব সহ একাধিক জায়গায়। বয়স ভিত্তিক জাতীয় দলের হয়ে খেলেছেন বেশ কিছু ম্যাচ। করেছিলেন প্রচুর গোল।

আরও পড়ুন: SSC Scam: ‘ওটা লভ্যাংশ ভাগের অফিস’, অভিষেককে প্রবল আক্রমণে সেলিম

লুকের প্রতিভা এক সময় ছিল সর্বজনবিদিত। ক্রমে ফর্ম হারিয়েছেন তিনি। ম্যাচের পর ম্যাচ খেলেও গোলের দেখা নেই তাঁর বুট জোড়া থেকে। ফল স্বরূপ বড় দলে যোগ দিয়েও খুব বেশি দিন স্কোয়াডের সঙ্গে রাখা হয়নি লুককে।

আরও পড়ুন: SSC scam: “বাংলার লজ্জা মমতা”, সংসদে ধর্নায় বিজেপি

বিতর্কও রয়েছে তাঁর নামের সঙ্গে। ২০১২ সালে বলোগোনার বিরুদ্ধে একটি ম্যাচে ৩-০ গোলে হেরে গিয়েছিল ইন্টার মিলান। সেই ম্যাচে অংশ নিয়েছিলেন লুক। মেজাজ হারিয়ে থুতু ছিটিয়ে ছিলেন প্রতিপক্ষের ফুটবলারের দিকে। ম্যাচের পর বিষয়টি খতিয়ে দেখার পর শাস্তি দেওয়া হয়েছিল তাঁকে। তিন ম্যাচ সাসপেন্ড করা হয়েছিল। এই ফুটবলারকে দলে নিতে ইস্টবেঙ্গল নাকি আগ্রহী। যদিও এই জল্পনা কতোটা সত্যি বা কতোটা মিথ্যা, সে ব্যাপারে প্রশ্ন থাকছে।