Calcutta League: কলকাতা লিগের খেলা দেখার খরচ কমাল সম্প্রচার সংস্থা

বিগত কয়েকদিন ধরেই কলকাতা লিগের (Calcutta League) সম্প্রচার নিয়ে বারংবার বিতর্কে জড়িয়েছে ব্রিটিশ সম্প্রচারকারী সংস্থা ইন স্পোর্টস।

Watching Calcutta League

বিগত কয়েকদিন ধরেই কলকাতা লিগের (Calcutta League) সম্প্রচার নিয়ে বারংবার বিতর্কে জড়িয়েছে ব্রিটিশ সম্প্রচারকারী সংস্থা ইন স্পোর্টস। নিম্নমানের ব্যবস্থাপনার পাশাপাশি ফুটবলপ্রেমী মানুষদের থেকে অধিক অর্থ আদায়ের মতো সমস্যা গুলি সামনে এসেছে ব্যাপকভাবে। যা নিয়ে রীতিমতো ক্ষোভ দেখা দিয়েছে সমর্থকদের মধ্যে। এই পরিস্থিতি কাটাতে পরবর্তী সময়ে আইএফএ’র তরফ থেকে বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। সেখান থেকেই বেরিয়ে আসল বিশেষ সমাধান সূত্র।

যারফলে, এবারের কলকাতা ফুটবল লিগের খেলা দেখার ক্ষেত্রে খরচ অনেকটাই কমে গেল। অর্থাৎ পূর্ব নির্ধারিত অর্থের থেকে অনেকটাই কম খরচে এবার দেখা যাবে কলকাতার তিন প্রধান তথা ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডানের ম্যাচ। পূর্ব এই সংস্থার তরফ থেকে প্যাকেজের যে মূল্য নির্ধারণ করা হয়েছিল তা সপ্তাহ খানেকের জন্য কমিয়ে আনা হল এবার।

পূর্ব ঘোষণা অনুসারে, ৩রা আগস্ট থেকে ১০ই আগস্ট পর্যন্ত প্যাকেজের দাম ছিল ৫০০ টাকা। যা বর্তমানে নামিয়ে আনা হয় ২৫০ টাকায়। এছাড়াও টিম পাস ও বিগ পাসের দামেও থাকছে বড়সড় ছাড়। পূর্বে টিম পাসের দাম ছিল, আড়াইশো টাকা। যা কমিয়ে আনা হয়েছে দেড়শো টাকায়। অন্যদিকে বিগ পাসের মূল্য ছিল ৪০০ টাকা। যা নামিয়ে অর্ধেক করা হয়েছে এবার। বলাবাহুল্য, এবারের কলকাতা লিগে ময়দানের তিন প্রধানের পাশাপাশি যথেষ্ট দাপুটে মেজাজে ধরা দিয়েছে কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসি থেকে শুরু করে ভবানীপুর ও পিয়ারলেসের মতো দল।

বর্তমানে গ্রুপ ‘এ’ তে শীর্ষস্থান ধরে রেখেছে ডায়মন্ডহারবার এফসি। তারপর দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। সেইসাথে ব্যাপকভাবে লড়াই চালিয়ে এই গ্রুপের তিন নম্বরে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। অন্যদিকে গ্রুপ ‘বি’তে এখনো পর্যন্ত শীর্ষস্থান ধরে রেখেছে গতবারের রানার্স আপ দল ভবানীপুর ক্লাব। তারপর দ্বিতীয় স্থানে রয়েছে ইমামি ইস্টবেঙ্গল। তিন নম্বরে রয়েছে কলকাতা কাস্টমস। আজ ভবানীপুর ক্লাবের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। এখন সেদিকেই তাকিয়ে সকলে।