Monday, December 8, 2025
HomeSports NewsLokesh Rahul : দলে যোগ দিলেন রাহুলরা, নেমে পড়লেন অনুশীলনেও

Lokesh Rahul : দলে যোগ দিলেন রাহুলরা, নেমে পড়লেন অনুশীলনেও

- Advertisement -

দেশের হাজারতম ওডিআই ম্যাচের সাক্ষী থাকতে পারেননি তিনি। লোকেশ রাহুল (Lokesh Rahul) আগেই জানিয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআইতে খেলবেন না। তবে বাকি দু’টি ওডিআইয়ে দলের সঙ্গে যোগ দেবেন রাহুল। যেমন কথা, তেমন কাজ।

তবে শুধু যোগ দেওয়ায় নয়, সোমবার থেকে অনুশীলনও শুরু করে দিলেন লোকেশ রাহুল। তিনদিনের নিভৃতবাস পর্ব কাটিয়ে রাহুলের সঙ্গে প্র্যাকটিসে নেমে পড়লেন মায়াঙ্ক আগরওয়ালও। পাশাপাশি অনুশীলনে নেমে পড়েছেন পেসার নভদীপ সাইনিও।

   

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে দুই ওপেনার শিখর ধাওয়ান এবং রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে কোভিড আক্রান্ত হয়ে দল থেকে ছিটকে যান শ্রেয়স আয়ার। ফলে তড়িঘড়ি ওপেনার হিসাবে দলে ডাক পান মায়াঙ্ক। কিন্তু তিন দিনের বাধ্যতামূলক নিভৃতবাস কাটানোর জালে আটকে প্রথম ম্যাচে খেলতে পারেননি এই ডানহাতি ওপেনার। পরিবর্তে ঈশান কিষাণ নামেন রোহিত শর্মার সঙ্গী হিসাবে। তবে প্রথম ম্যাচে ঈশান ব্যর্থ হওয়ায়, তাঁর বাদ পড়ার সম্ভাবনাই বেশি। তাছাড়া রাহুল দলে আসায় সহ-অধিনায়ক হিসাবে তিনি অটোমেটিক চয়েজ। ফলে দ্বিতীয় ওডিআইতে রোহিত-রাহুল জুটিকেই ওপেনার হিসাবে দেখার সম্ভবনা প্রবল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular