লাল-হলুদে এলে সিচুয়ানের এই ফুটবলারকে আনবেন লোবেরা, চিনে নিন এই বাগান প্রাক্তনীকে

দিনকয়েক আগে লোবেরার লাল-হলুদে (East Bengal) আসা অনেকটাই নিশ্চিত হয়ে গেলেও এখন তা নিয়ে নতুন করে দেখা দিয়েছে জল্পনা। কিছুদিন আগেই তার এজেন্টের তরফে জানানো হয়েছিল, ইমামি ইস্টবেঙ্গল আসার জন্য নাকি যথেষ্ট আগ্ৰহী এই স্প্যানিশ কোচ।

Edu Garcia in Action for East Bengal

দিনকয়েক আগে লোবেরার লাল-হলুদে (East Bengal) আসা অনেকটাই নিশ্চিত হয়ে গেলেও এখন তা নিয়ে নতুন করে দেখা দিয়েছে জল্পনা। কিছুদিন আগেই তার এজেন্টের তরফে জানানো হয়েছিল, ইমামি ইস্টবেঙ্গল আসার জন্য নাকি যথেষ্ট আগ্ৰহী এই স্প্যানিশ কোচ। সেকথা সকলের সামনে আসতেই নতুন করে আশার আলো দেখতে শুরু করেছিল দলের সমর্থকরা। তবে চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই দেখা দেয় নয়া বিতর্ক।

বিভিন্ন সূত্র মারফত জানানো হয়, লোবেরা কে দলে টানার জন্য নাকি ইস্টবেঙ্গলের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই শুরু করেছে ওডিশা এফসি। এমনকি তার সাথে কথাবার্তা ও অনেকদূর এগিয়ে নিয়ে গিয়েছে ওই ক্লাব। তবে এখানেই শেষ নয়, জানা যাচ্ছিল ভারতে না আসলে উরুগুয়ের একটি প্রথম ডিভিশনের ক্লাবে চলে যেতে পারেন লোবেরা। যা শুনে ফের হতাশা দেখা দেয় ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে।

তবে এবার লোবেরা প্রসঙ্গে উঠে আসল নয়া তথ্য। ব লাবাহুল্য, লাল-হলুদ কর্তাদের সঙ্গে কথাবার্তা এগোনোর সময় নিজের বেশকিছু শর্ত রেখেছিলেন এই স্প্যানিশ কোচ। যার মধ্যে একটি হল, ইস্টবেঙ্গল ক্লাবের দায়িত্ব পেলে বিদেশী হিসেবে নিজের পছন্দের তিনজন ফুটবলার আনবেন তিনি। পূর্বে তার পাশাপাশি কোচিং স্টাফদের আশার কথা শোনা গেলেও এই বিষয়ে ও পরবর্তীকালে উল্লেখ করেন তিনি। এবার তাদের মধ্যেই উঠে আসল একজন ফুটবলারের নাম। তিনি এডু গার্সিয়া।

ভারতীয় ফুটবলের ইতিহাসে যথেষ্ট পরিচিত এই নাম। গত ২০১৭ সালে বেঙ্গালুরু এফসির হয়ে প্রথম ভারতে খেলতে আসেন তিনি। তারপর ফের বিদেশে ফিরে গেলেও ২০১৯ সালে এটিকের হয়ে আইএসএল খেলতে আসেন তিনি। তারপর আগামী বছর সবুজ-মেরুন জার্সিতে খেলেন এই স্প্যানিশ তারকা। এরপর চলে যান হায়দরাবাদে। সেখানে থেকে ও দলকে আইএসএল চ্যাম্পিয়ন করেন তিনি। কিন্তু চুক্তি শেষ হতেই লোবেরার বর্তমান ক্লাব সিচুয়ানে যোগদান করেন এই স্প্যানিশ তারকা। শোনা যাচ্ছে, লোবেরা ভারতে ফিরলে, সবুজ-মেরুনের এই সতীর্থ কে সঙ্গে করে আনবেন তিনি।