Skin Care: গরমে ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন অ্যালোভেরা, প্রাণ ফিরে পাবে ত্বক

Skin Care: অধুনা পরিস্থিতিতে সূর্যের প্রখর দাবদাহে পুড়ছে গোটা বাংলা। আর সেই সাথে এখনই যে তাপ কমার কোন সম্ভাবনা নেই তা জানিয়ে দিয়েছেন হাওয়া অফিসের আধিকারিকরা।

Aloe Vera Skin Care: Natural Solution for Healthy and Glowing Skin

Skin Care: অধুনা পরিস্থিতিতে সূর্যের প্রখর দাবদাহে পুড়ছে গোটা বাংলা। আর সেই সাথে এখনই যে তাপ কমার কোন সম্ভাবনা নেই তা জানিয়ে দিয়েছেন হাওয়া অফিসের আধিকারিকরা। কিন্তু গরম বাড়লেও কাছ থেকে মুক্তি নেই তাই দিনে একবার হলেও সরাসরি রোদের সম্মুখীন হতে হয়।

আর এই পরিস্থিতিতে ছাতা এবং জলের বোতল ছাড়া বাইরে বেরোনো রীতিমতো চ্যালেঞ্জিং ব্যাপার শরীরকে হাইড্রেড রাখতে জলের ভূমিকা আমাদের সকলেরই জানা। একই সাথে অনেকেই ত্বকের যত্ন নেন আর গ্রীষ্মকালে ত্বকের যত্ন মানি বিভিন্ন কোম্পানির সানস্ক্রিম এবং লোশন।

   

কিন্তু তাতেও রোদে বের হলে ত্বক পুড়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই ত্বকের মধ্যে আসছে তৈলাক্ত ভাব। তাই এই গরমে শরীরের পাশাপাশি ত্বকের যত্ন নেওয়া খুবই প্রয়োজনীয়। অন্যদিকে রোড থেকে ফিরে এসে মুখে একটুখানি ঠান্ডা জল দিলে যেন ত্বক প্রাণ ফিরে পায়। পাশাপাশি গরমকাল মানেই দূষণ আর এই দূষণ আমাদের ত্বকে জমাতে শুরু করে ব্রণ ফুসকুড়ির মতো নানা ধরনের সমস্যা দেখা দেয়।

তাই এই পরিস্থিতিতে তোকে আদ্র রাখতে অ্যালোভেরার জেলে ভরসা রাখতে বলছেন বিশেষজ্ঞরা। অ্যালোভেরার জেলে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ উপাদান যা আমাদের ত্বককে হাইড্রেড রাখতে সাহায্য করে। পাশাপাশি একইভাবে তাৎক্ষণিক জলন থেকে মুক্তি দেয় অ্যালোভেরা জেল এবং একই সাথে ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনে।