Kalinga Super Cup: ক্লেটনদের গুরুত্ব দিতে নারাজ লোবেরা, ফের মুখ পুড়বে মশাল ব্রিগেডের?

সামনেই সুপার কাপের (Kalinga Super Cup) ফাইনাল। এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশের ফুটবলপ্রেমী মানুষ। এই ট্রফি জিতলেই পরবর্তীতে এএফসি কাপ খেলার ছাড়পত্র উঠে আসবে জয়ী…

sergio lobera

সামনেই সুপার কাপের (Kalinga Super Cup) ফাইনাল। এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশের ফুটবলপ্রেমী মানুষ। এই ট্রফি জিতলেই পরবর্তীতে এএফসি কাপ খেলার ছাড়পত্র উঠে আসবে জয়ী দলের কাছে। সেজন্য দুই পক্ষই নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া। উল্লেখ্য, আগের সিজনের শুরুটা ওডিশা দলের জন্য খুব একটা আরামদায়ক না হলেও পরবর্তীতে সময় যত এগিয়েছে ছন্দে ফিরেছে দল।

সেখান থেকে ফাইনালে বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে খেতাব জয়। অর্থাৎ এই সুপার কাপ জয়। সেই ধারাই এবার বজায় রাখার লক্ষ্য থাকবে সার্জিও লোবেরার। অন্যদিকে, বহু বছর পর নিজেদের ঘরে ট্রফি আনতে মরিয়া ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। তবে প্রতিপক্ষ দলের বিদেশী ফুটবলারদের সক্রিয়তা যথেষ্ট চাপে ফেলতে পারে মহেশদের।

দুর্বল হায়দরাবাদ এফসি থেকে শুরু করে পরবর্তীতে আইলিগের ক্লাব শ্রীনিধি ডেকান হোক কিংবা মোহনবাগান, সকলের বিপক্ষে কোনরকমে জয় পেয়েছে লাল-হলুদ। তারপর সেখান থেকে সেমিফাইনালে জামশেদপুর এফসি কে হারিয়ে শেষ ম্যাচের লড়াই। সেমিফাইনাল পর্যন্ত রাস্তাটা সহজ থাকলেও ফাইনালে ওডিশা এফসির মত শক্তিশালী দল থাকায় যথেষ্ট চাপে রয়েছে মশাল ব্রিগেড। তবে খাতায়-কলমে এখনো টানা ৯ ম্যাচ অপরাজিত থাকলেও এই ম্যাচ যে খুব একটা সহজ হবে না তা ভালোমতোই বুঝতে পারছেন কুয়াদ্রাত। সেই মতো নানাভাবে দলকে অনুশীলন করাচ্ছেন তিনি। অন্যদিকে নিজেদের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী ওডিশা এফসির কোচ সার্জিও লোবেরা।

ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হতে তিনি বলেন, গতবছর শক্তিশালী দলকে হারিয়ে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এই ফুটবল দল। এবছর সেই ট্রফি নিজেদের ঘরে রেখে দেওয়াই অন্যতম চ্যালেঞ্জ তাদের কাছে। এক্ষেত্রে নিজের দলের ফুটবলারদের নিয়ে যথেষ্ট আশাবাদী স্প্যানিশ কোচ। ‌ তবে সাংবাদিকদের তরফ থেকে ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের নিয়ে প্রশ্ন করা হলে লোবেরা পরিষ্কার জানিয়ে দেন যে শুধুমাত্র ক্লেটন সিলভা হোক কিংবা হিজাজী-সিভেরিও কোন নির্দিষ্ট ফুটবলারের ওপর বাড়তি নজর দিচ্ছেন না তিনি। মূলত গোটা ইস্টবেঙ্গল দলের উপরই বাড়তি নজর রয়েছে এই স্প্যানিশ কোচের।