Europa League: ইউরোপা লিগে অপ্রত্যাশিতভাবে হারল লিভারপুল

তিন গোলে হারল লিভারপুল। ইউরোপা লিগের (Europa League) ম্যাচে আতালান্তার কাছে ০-৩ গোলে পরাজিত হয়েছে জুর্গেন ক্লপের দল। এক গুচ্ছ গোলের সুযোগ নষ্ট করে পরাজিত…

Liverpool Europa League

তিন গোলে হারল লিভারপুল। ইউরোপা লিগের (Europa League) ম্যাচে আতালান্তার কাছে ০-৩ গোলে পরাজিত হয়েছে জুর্গেন ক্লপের দল। এক গুচ্ছ গোলের সুযোগ নষ্ট করে পরাজিত হয়েছে লিভারপুল।

শুক্রবার ইউরোপা লিগের ম্যাচে আতালান্তার বিরুদ্ধে মাঠে নেমেছিল লিভারপুল। এই ম্যাচের প্রতিপক্ষের তুলনায় কয়েক গুণে এগিয়ে ছিল ইংলিশ প্রিমিয়ার খেতাব জয়ের দৌড়ে থাকা এই দল। অ্যানফিল্ড এরিনায় শুরুতেই গোল তুলে নিতে পারতো লিভারপুল। সহজ সুযোগ হাতছাড়া করেন ডারউইন নুনেজ।

   

উরুগুয়ের এই স্ট্রাইকার চলতি মরসুমে একাধিক সহজ গোল হাতছাড়া করেছেন। এই ম্যাচেও গোল মিস করার প্রদর্শন করলেন তিনি। সুযোগের সদ্ব্যবহার করতে পারলেও নিজের নামের পাশে তিন গোল যুক্ত করতে পারেন অনায়াসে। নুনেজ কিংবা লিভারপুলের কেউই গোল করতে পারনেনি। বক্সের বাইরে থেকে এলিয়টের নেওয়া একটা দূর পাল্লার শট ক্রস পিসে লেগে প্রতিহত হয়।

ম্যাচের অধিকাংশ সময় লিভারপুল ফুটবলারদের কাছে ছিল বলে দখল। সত্তর শতাংশের বেশি বল পজিশন নিজেদের দখলে রেখেছিল রেডস। আক্রমণ গড়ার ক্ষেত্রেও দেখিয়েছে মুন্সিয়ানা। শুধু গোলটাই যা হল না। অন্য দিকে প্রতি আক্রমণে খেলে লিভারপুল রক্ষণের ওপর চাপ বাড়িয়েছিল আতালান্তা। দ্রুত গতির কাউন্টার অ্যাটাকে মার্কিংয়ে ভুল করে ফেলেছিলেন ভার্জিল ভ্যান ডাইকরা।

লিভারপুলের বক্সে ঢুকে গোল করার ক্ষেত্রে খুব একটা বাধার সম্মুখীন হতে হয়নি সিরি এ-র দলটিকে। জিয়ানলুকা স্কামাকা ৩৮ ও ৬০ মিনিটে দু’টি গোল করেছেন। ৮০ মিনিটে তৃতীয় গোলটি করেছেন মারিও পাসালিক।