Mohun Bagan SG: সেমিফাইনাল জয় নিয়ে আশাবাদী লিস্টন, কী বলছেন?

বহু প্রতীক্ষার পর এবার আইএসএলের লিগশিল্ড এসেছে মোহনবাগানে (Mohun Bagan SG)। বর্তমানে সেটি শোভা পাচ্ছে গঙ্গা পাড়ের তাঁবুতে। সমর্থকদের কথা মাথায় রেখে আগামী সোমবার পর্যন্ত…

Liston Colaco Mohun Bagan ISL

বহু প্রতীক্ষার পর এবার আইএসএলের লিগশিল্ড এসেছে মোহনবাগানে (Mohun Bagan SG)। বর্তমানে সেটি শোভা পাচ্ছে গঙ্গা পাড়ের তাঁবুতে। সমর্থকদের কথা মাথায় রেখে আগামী সোমবার পর্যন্ত সেটি দেখতে পারবেন সকল সভ্য সমর্থকরা। যা নিয়ে খুশির পরিবেশ সমর্থকদের মধ্যে। তবে এখন এসব ভুলে এবারের আইএসএল ট্রফির দিকে নজর সকলের।

গতবারের মতো এবারও এই খেতাব ধরে রাখার লক্ষ্য বাগান ব্রিগেডের। তবে এবার তাদের লড়াই করতে হবে শক্তিশালী ওডিশা এফসির সাথে‌। কলিঙ্গ স্টেডিয়ামে তাদের সঙ্গে লড়াই করা যে অনেকটাই কঠিন হয়ে যাবে তা ভালো মতোই জানেন সকলে।

   

সেইমতো অনুশীলন করছেন বাগান ফুটবলাররা। আসলে নিজেদের ঘরের মাঠ অর্থাৎ কলিঙ্গ স্টেডিয়ামে এখনো পর্যন্ত এই টুর্নামেন্টে অপরাজিত রয়েছে সার্জিও লোবেরার ছেলেরা। সেই রেকর্ড ভাঙার পরিকল্পনা থাকবে শুভাশিসদের। অন্যদিকে, ঘরের মাঠে জয় তুলে নিয়ে পরবর্তী লেগে সহজ জয় পাওয়ার পরিকল্পনা থাকবে মরিসিওদের। এখন এই ম্যাচের দিকে নজর থাকবে সকলের।‌ এসবের মাঝেই আজ সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে সকলকে চমকে দিয়েছেন বাগান কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস। যতদূর খবর, আইএসএলের প্রথম সেমিফাইনালে ওডিশায় উড়ে যাচ্ছেন তিনি।

যা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন দেবে দলের ফুটবলারদের। এসবের মাঝেই ম্যাচের আগে যথেষ্ট আত্মবিশ্বাসী থাকতে দেখা যায় বাগান তারকা লিস্টন কোলাসোকে‌। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আগেও আমি মোহনবাগান দলের হয়ে খেললেও এটাই আমার অন্যতম সেরা মরশুম। পাশাপাশি প্রতিপক্ষ প্রসঙ্গে তিনি বলেন, ওডিশা যথেষ্ট ভালো দল।

তবে মোহনবাগান যে ওডিশায় গিয়ে যথেষ্ট ভালো পারফরম্যান্স করবে।‌ তাছাড়া এই ফুটবল মরশুমে টানা ছয়বার একে অপরের মুখোমুখি হচ্ছে। যারফলে, সবাই সবকিছুই জানে। তবুও আমাদের দলের যে ছন্দ রয়েছে তা ধরে রাখতে পারলে জয় নিশ্চিত।