মেসি একা নন, ডিসেম্বরের ডার্বিতে খেলতে চলেছেন একঝাঁক তারকা

সায়ন সেনগুপ্ত, কলকাতা: চলতি অক্টোবরের পর আর একটা মাস। তারপর ডিসেম্বরেই শহরে পা রাখতে চলেছেন বিশ্ব ফুটবলের অন্যতম নক্ষত্র লিওনেল মেসি (Lionel Messi)। বর্তমানে তাঁর…

Gunmen Threaten Lionel Messi In Argentina

সায়ন সেনগুপ্ত, কলকাতা: চলতি অক্টোবরের পর আর একটা মাস। তারপর ডিসেম্বরেই শহরে পা রাখতে চলেছেন বিশ্ব ফুটবলের অন্যতম নক্ষত্র লিওনেল মেসি (Lionel Messi)। বর্তমানে তাঁর অপেক্ষায় পথ চেয়ে বসে রয়েছে গোটা দেশ তথা গোটা বাংলার ফুটবলপ্রেমী মানুষ। সেজন্য গত কয়েকদিন আগে থেকেই অনলাইনে শুরু হয়েছিল টিকিট বিক্রি। এই সমগ্র অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে গোট কনসার্ট। অনলাইনে এই টিকিট ছাড়ার পর নিমেষের মধ্যেই ফুরিয়ে গিয়েছে সবকটি। শহরের বুকে ফুটবলের উন্মাদনা যে কতটা সেটাই যেন প্রমাণ হলো আরও একবার। তবে শুধুমাত্র মেসি (Lionel Messi) নন। থাকছে আরও একাধিক চমক।

Advertisements

আগামী ১৩ ই ডিসেম্বর গতবারের বিশ্বকাপ জয়ীর পাশাপাশি দেখা যেতে চলেছে বিশ্ব ফুটবলের আরো বেশ কিছু নক্ষত্রকে। মূলত সেদিন একটি ডার্বি ম্যাচের আয়োজন করা হয়েছে। তবে এটি অন্যান্য ডার্বি ম্যাচের তুলনায় একেবারেই আলাদা। এখানে যে দুইটি দল অংশগ্রহণ করবে তাদের নাম রাখা হয়েছে ইস্টবেঙ্গল মেসি (Lionel Messi) অলস্টার এবং মোহনবাগান মেসি (Lionel Messi) অলস্টার। ইতিমধ্যে যতদূর জানা গিয়েছে এই প্রদর্শনী ম্যাচে খেলতে দেখা যেতে চলেছে ড্যানি আলভেস থেকে শুরু করে ডেকোর মতো ফুটবলারদের। এছাড়াও অংশ নিতে চলেছেন জন আব্রাহাম থেকে শুরু করে টাইগার শ্রফের মতো বলি তারকা।

Advertisements

হ্যাঁ ঠিকই শুনেছেন। বিশেষ সূত্র মারফত খবর, সেদিন সবুজ-মেরুনের জার্সিতে খেলতে দেখা যেতে চলেছে প্রাক্তন তারকা ড্যানি আলভেস এবং জন আব্রাহাম। অন্যদিকে, লাল-হলুদ জার্সিতে খেলতে দেখা যেতে চলেছে ডেকো থেকে শুরু করে টাইগার শ্রফের মতো তারকা। বলতে গেলে এক অভূতপূর্ব ফুটবল ম্যাচের সাক্ষী হতে চলেছে আপামর বাঙালি ফুটবলপ্রেমীরা। পরবর্তীতে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিতে পারেন এলএম টেন। যদিও সেটা এখনও চূড়ান্ত নয়। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে সেই বিষয়টি।

শুধুমাত্র এই দুই বলি তারকা নন। সেদিন সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত থাকতে দেখা যেতে পারে টলিউডের পাশাপাশি বলিউডের আর ও একাধিক তারকাকে। অর্থাৎ আগামী কয়েক দিন পরেই চাঁদের হাট বসতে চলেছে শহরের বুকে।