East Bengal: সম্ভবত মশালবাহিনীতে সাহিল তাবোরা

আরও এক ফুটবলারের সঙ্গে সম্প্রতি জুড়ে দেওয়া হচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের নাম। সম্প্রতি ফুটবল প্রেমীদের মধ্যে গুঞ্জন, ভারতের অন্যতম প্রতিভাধর ফুটবলার সাহিল তাবোরাকে (Sahil Tavora) দলে নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে ক্লাব।

Sahil Tavora

আরও এক ফুটবলারের সঙ্গে সম্প্রতি জুড়ে দেওয়া হচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের নাম। সম্প্রতি ফুটবল প্রেমীদের মধ্যে গুঞ্জন, ভারতের অন্যতম প্রতিভাধর ফুটবলার সাহিল তাবোরাকে (Sahil Tavora) দলে নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে ক্লাব। অনেকে আবার এমনও দাবি করেছেন যে উক্ত খেলোয়াড়ের সঙ্গে ক্লাবের আলোচনা অনেক দূর এগিয়েছে।

সাহিল তাবোরা ভারতীয় ফুটবলের অন্যতম সাড়া জাগানো নাম। বেশ কিছু ম্যাচ খেলেছেন বিদেশি ক্লাবের হয়ে। পর্তুগালের ক্লাবের হয়ে সাহিলের খেলার অভিজ্ঞতা রয়েছে। ইস্টবেঙ্গল এবার বেশ ভালো দল গড়েছে। কলকাতা ফুটবল লীগ এবং Durand Cup মিলিয়ে দল টানা ষোলো ম্যাচে অপরাজিত। শোনা যাচ্ছে আরও ফুটবলার স্কোয়াডের সঙ্গে যুক্ত হতে পারেন। ইস্টবেঙ্গল কোন ফুটবলারকে দলে নিতে পারে সেই জল্পনা থেকে উঠে এসেছে সাহিল তাবোরার নাম।

দল বদলের বাজারে হরদম জল্পনা চলে। সব জল্পনা যে সত্যি হয় এমনটা নয়। এমনও কিছু জল্পনা থাকে যেগুলো পুরোটাই জল মেশানো, মানে ভুয়ো। ফুটবল প্রেমীদের অনেকে এখন এই ব্যাপারে ওয়াকিবহাল। তবু কৌতূহল থেকেই যায়। সত্যি কি লাল হলুদ পরিবারের একজন হতে চলেছেন সাতাশ বছর বয়সী গোয়ার এই মিডফিল্ডার?

এখনও পর্যন্ত যা খবর তাতে ইস্টবেঙ্গল যে আরও খেলোয়াড় নিতে পারে সেটা হয়তো সত্যি। কিন্তু সাহিল তাবোরা লাল হলুদ ব্রিগেডে নিশ্চিত এটা জোর দিয়ে বলা যাচ্ছে না। বরং ফুটবল মহলের একাংশ দাবি করছেন, আদৌ এই দল বদলের কোনো সম্ভাবনা নেই। এই দাবিকে সত্যি বলে মেনে নিলে ফুটবলার এবং ক্লাবের মধ্যে আলোচনা অনেক দূর এগোনোর ব্যাপারটিও স্রেফ কল্পনার পর্যায়ে চলে যায়। তাই সাহিল ইস্টবেঙ্গল ক্লাবে সই করবেন, এই কথাটা এখনই বেদ বাক্যের মতো বিশ্বাস না করাই ভালো।