বেঙ্গালুরু এফসি’র এই যুব তারকা ফুটবলার’কে দলে নিল গোকুলাম

Lastborn Meephong

আইলিগ চ‍্যাম্পিয়ান গোকুলাম কেরালায় যোগ দিলেন লাস্টবর্ন মেফোয়াং (Lastborn Mawphniang)। সূত্রের খবর অনুযায়ী দুই বছরের চুক্তিতে দলে এলেন তিনি । খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষনা করা হবে।

বেঙ্গালুরু এফসি’র অনূর্ধ -১৮ দলের হয়ে খেলা শুরু করেন এই ফুটবলার । এরপর ২০২০ সালে বেঙ্গালুরুর সিনিয়র দলে আসেন । আর এফ ডেভেলপমেন্ট লিগে বেঙ্গালুরু এফসি’র গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন তিনি । ৫ ম‍্যাচে করেন ৪ গোল।

   

ইউনাইটেড কিংডমে অনুষ্ঠিত নেক্সট জেন কাপেও খেলেছিলেন এই ফুটবলার । এই দুই টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স দিয়ে সকলের নজর কেড়ে নেন এই যুব ফুটবলার । এরপর গোকুলাম দলের স্কাউট তাকে দলে নিয়ে আসে ।

মূলত রাইটব‍্যাক পজিশনে খেলেন এই ফুটবলার। এছাড়া উইংয়ের দুই প্রান্তে সমান সচল তিনি।তার গতি অসামান্য।রক্ষণ’ও দারুণ চমকপ্রদ। কিন্তু ফাইনাল ডেলিভারি এবং পাসিং ফুটবলে আরও বেশি করে নজর দিলে ভবিষ্যতের সম্পদ হয়ে উঠতে পারেন এই যুব ভারতীয় ফুটবলার।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন