EPL: অতিরিক্ত সময়ে গোল, লিভারপুলকে জয় দিলেন নুনেজ

Liverpool's stunning win in the Premier League

প্রিমিয়ার লিগে (EPL) এবার রুদ্ধশ্বাস জয় লিভারপুলের। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে তাদের হোম গ্ৰাউন্ডে খেলতে নেমেছিল জার্গেন ক্লপের লিভারপুল ফুটবল ক্লাব। শেষ মুহূর্তে গোল করে ১-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল এবারের লিগ কাপ চ্যাম্পিয়নরা। দলের হয়ে জয়সূচক গোলটি করেন ডারউইন নুনেজ।

আজকের এই জয়ের দরুণ লিগে নিজেদের শীর্ষস্থান কিছুটা হলেও পোক্ত করল লুইজরা। বলাবাহুল্য, চোটের সমস্যায় বেশকিছুটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল উরুগুয়ের এই তরুণ ফুটবলারকে। বলতে গেলে এই এই ম্যাচ থেকেই কামব্যাক করার সুযোগ পেয়েছিলেন তিনি।

   

এসেই লিভারপুল সমর্থকদের প্রিয় পাত্র হয়ে উঠলেন নুনেজ। বলতে গেলে আজ ম্যাচ জুড়ে বেশ কয়েকবার গোলের সুযোগ আসলেও ফিনিশ করা সম্ভব হচ্ছিলনা‌ কারুর পক্ষে। তাই দ্বিতীয়ার্ধে ফরোয়ার্ডে শক্তি বাড়ানোর জন্য মাঠে নামানো হয় নুনেজকে। নব্বই মিনিট পর্যন্ত গোলশূন্য স্কোর লাইন থাকলেও ৯ মিনিট ইনজুরি টাইমের মধ্যেই বল প্রতিপক্ষের জালে জড়িয়ে দেন এই দাপুটে ফুটবলার। মূলত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ার মত পরিস্থিতি তৈরি হলেও শেষ পর্যন্ত ৩ পয়েন্ট নিয়েই ম্যাচ শেষ করল লিভারপুল।

উল্লেখ্য, প্রথমার্ধের কিছুটা সময় পরেই প্রতিপক্ষ দলের ফুটবলার অ্যান্তনি এলাঙ্গা লিভারপুলের রক্ষনভাগে ঢুকে গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ থাকেন। নাহলে অনায়াসেই এই ম্যাচে নিজেদের দাপট ধরে রাখতে পারতো নটিংহ্যাম।

হয়তো এই সহজ সুযোগ হাতছাড়া করার মাশুল গুনতে হল তাদের। অন্যদিকে এই জয়ের দরুন ম্যানসিটির থেকে বেশ খানিকটাই এগিয়ে থাকল ক্লপের ফুটবল ক্লাব। যা আগামীতে অনেকটাই সাহায্য করবে ফুটবলারদের।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন