Lalthathanga Khawlhring: সবুজ-মেরুন জার্সিতে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছে পুইতিয়া

Lalthathanga Khawlhring Puitya

নর্থইস্ট ইউনাইটেড এবং কেরালা ব্লাস্টার্সের হয়ে নজরকাড়া ফুটবল খেলেছিলেন পুইতিয়া (Lalthathanga Khawlhring)। কিন্তু চলতি মরসুমে তেমন ভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না তিনি। আর এই সুযোগটা কাজে লাগিয়ে এটিকে মোহনবাগান (ATK Mohanan Bagan) তাকে দলে নিয়ে ভীষণ দারুণ কাজ করেছেন বলা চলে।

Advertisements

এটিকে মোহনবাগানে যোগদান করার পর এই প্রথমবার মুখ খুললেন পুইতিয়া।তিনি বলেছেন, “এটিকে মোহনবাগানে যোগদান করতে পেরে ভীষণ ভালো লাগছে আমার।ভালো ফুটবল খেলাটাই আমার লক্ষ‍্য থাকে সব সময়।এবারও সেই চেষ্টা করবো।”

কেরালা ব্লাস্টার্স দলের এই সদস্যের উপর সমস্ত রকম নজর ছিলোএটিকে মোহনবাগান ম‍্যানেজমেন্টের।কেরালার সাথে এই ভারতীয় মিডফিল্ডারের চুক্তি রয়েছে ২০২৩ সালের ৩১ শে মে অবধি।

Advertisements

আইএসএলে খেলার বিশাল অভিজ্ঞতা আছে তার, কেরালা ব্লাস্টার্স ছাড়া নর্থ ইস্ট ইউনাইটেডে খেলেছিলেন তিনি।বিভিন্ন সূত্রের মারফত জানা গিয়েছিলো আগামী মরশুমের জন্যে পুইটিয়াকে দলে নিতে চলেছে এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট।বর্তমানে দীপক টাংরির যা পারফরম্যান্স, তার নিরিখে পুইটিয়া বেশ ভালো বিকল্প সে কথা বলার অপেক্ষা রাখেনা।গত মরশুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে দারুণ পারফরম্যান্স দিয়েছিলেন পুইটিয়া।কিন্তু বর্তমানে ঠিক ঠাক গেমটাইম টা পাচ্ছিলেন না তিনি ।

এবছরে একেবারে পারফরম্যান্স ভালো নয় এটিকে মোহনবাগানের।অন্তত শেষ বছর তিনেকের পারফরম্যান্সের নিরিখে এবার বেশ খারাপ পারফরম্যান্স সবুজ মেরুনের।কোচ জুয়ান ফেরান্দো এবার পরিস্থিতি যে ঠিকঠাক সামাল দিতে পারছেন না।সে কথা বলাই বাহুল্য।এবং এই পরিস্থিতি থেকে পুইতিয়াকে নেওয়ার ফলে বিশেষ লাভবান হবে এটিকে মোহনবাগান সেই কথা বলাই বাহুল্য।