Lallianzuala Chhangte: মুম্বাইয়ের হয়েই খেলবেন ছাংতে, সরকারি ঘোষণা ক্লাবের

গত বেশকিছু ফুটবল সিজন ধরেই ইন্ডিয়ান সুপার লিগে অনবদ্য পারফরম্যান্স থেকেছে লালিয়ানজুয়ালা ছাংতের (Lallianzuala Chhangte)। প্রত্যেকটি ক্ষেত্রেই মুম্বাই সিটি এফসির (Mumbai FC) জার্সিতে নিজের জাত…

Lallianzuala Chhangte

গত বেশকিছু ফুটবল সিজন ধরেই ইন্ডিয়ান সুপার লিগে অনবদ্য পারফরম্যান্স থেকেছে লালিয়ানজুয়ালা ছাংতের (Lallianzuala Chhangte)। প্রত্যেকটি ক্ষেত্রেই মুম্বাই সিটি এফসির (Mumbai FC) জার্সিতে নিজের জাত চিনিয়েছেন এই রাইট উইঙ্গার। আগের আইএসএল মরশুমে কুড়িটিরও বেশি ম্যাচ খেলে প্রায় ৭টি গোল এবং ৬টি অ্যাসিস্ট ছিল এই ভারতীয় ফুটবলারের। জিতেছেন আইএসএল।

তবে সেখানেই শেষ নয়। ভারতীয় দলের জার্সিতেও দাপুটে পারফরম্যান্স করেছেন এই ফুটবলার। এবারের ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে শক্তিশালী কাতারের বিপক্ষে ও গোল এসেছে তার পা থেকে।

   

যা নিঃসন্দেহে খুশি করেছে ভারতীয় ফুটবলপ্রেমীদের। স্বাভাবিকভাবেই নতুন ফুটবল সিজনের জন্য তার ওপর আগ্রহ প্রকাশ করেছিল বেশ কিছু ফুটবল ক্লাব। যাদের মধ্যে উঠে আসতে শুরু করেছিল ওডিশা এফসির পাশাপাশি মোহনবাগান সুপারজায়ান্টসের মত ক্লাবের নাম। পরবর্তীতে সকলকে পেছনে ফেলে এই ফুটবলারকে নেওয়ার ক্ষেত্রে নাকি অলআউট গিয়েছিল গতবারের লিগশিল্ড জয়ী এই ফুটবল ক্লাব। বিশেষ করে গতকাল ছাংতের কলকাতায় আসার পর থেকেই প্রত্যাশা বাড়তে থাকে বাগান সমর্থকদের। অনেকেই মনে করতে শুরু করেছিল যে আপুইয়ার পর এবার হয়তো এই ফুটবলারকে সাইন করাতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড।

কিন্তু তা আর কার্যকরী হল না। আজ কিছুক্ষণ আগেই নিজেদের সোশ্যাল সাইট থেকে ছাংতের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির কথা ঘোষণা করে মুম্বাই সিটি এফসি। সেই অনুযায়ী আগামী ২০২৭ সাল পর্যন্ত রণবীর কাপুরের এই ফুটবল ক্লাবেই খেলবেন এই দাপুটে ফুটবলার।