ISL: কলকাতার বড় ক্লাবে না খেলা ভারতীয় ফুটবলার ইতিহাস গড়লেন আইএসএলে

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের জায়গা বজায় রেখেছে মুম্বাই সিটি এফসি। হায়দরবাদ এফসির বিরুদ্ধে জয় পেয়েছে খুব সহজে। নিজামের শহরের দলের বিরুদ্ধে ৩-০ গোলে…

Lallianzuala Chhangte

চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) নিজেদের জায়গা বজায় রেখেছে মুম্বাই সিটি এফসি। হায়দরবাদ এফসির বিরুদ্ধে জয় পেয়েছে খুব সহজে। নিজামের শহরের দলের বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে মুম্বাই। দলের জয়ের পাশাপাশি সিটি-র এক ভারতীয় ফুটবলার নজির গড়েছেন ইন্ডিয়ান সুপার লিগে।

ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে নজির গড়েছেন মুম্বাই সিটি এফসির ফুটবলার Lallianzuala Chhangte। দ্বিতীয় ভারতীয় ফুটবলার হিসেবে আইএসএল-এ খেলা সমস্ত দলের বিরুদ্ধে গোলের পিছনে অবদান রেখেছেন তিনি। ২৬ বছর বয়সী এই মিজো উইঙ্গার হায়দরবাদ এফসি ম্যাচে ১৮ মিনিটে গোল করেছিলেন।

ইন্ডিয়ান সুপার লিগ ২০২৪-এ গত রাতে গাছিবৌলি স্টেডিয়ামে হায়দরাবাদ এফসিকে ৩-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে মুম্বাই সিটি এফসি। এই জয়ের ফলে মুম্বাই ২০ ম্যাচে ৪৪ পয়েন্ট অর্জন করেছে, দ্বিতীয় স্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্টের (১৯ ম্যাচে ৩৯) চেয়ে পাঁচ পয়েন্ট এগিয়ে গিয়েছে দল। চলতি মরসুমে সাতবার জালে বড় জড়িয়ে সর্বোচ্চ ভারতীয় গোলদাতা বিক্রম প্রতাপ সিং ১৬ মিনিটে আইল্যান্ডারদের হয়ে এই ম্যাচেও গোল করেছেন। মুম্বাই সিটি এফসির পক্ষে আরও একটি গোল করেছেন জর্জ পেরেইরা দিয়াজ।

Lallianzuala Chhangte ২০২২ মরসুম থেকে যুক্ত রয়েছেন মুম্বাই সিটি এফসির সঙ্গে। মুম্বাইয়ের দলে যোগ দেওয়ার আগে নর্থ ইস্ট ইউনাইটেড, দিল্লি ডায়নামোসের হয়ে খেলেছিলেন তিনি। তবে সিটি-র হয়েই নিজেকে তুলে ধরেছেন অন্য উচ্চতায়। মুম্বাই সিটি এফসির হয়ে প্রায় পঞ্চাশটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাঁর। টিম ইন্ডিয়ার হয়েও খেলেছেন ধারাবাহিকভাবে।