Mohammedan SC : ভারতীয় ফুটবলের নতুন সাপ্লাই লাইন মহামেডান 

আই লিগ জয়ের স্বপ্ন নিয়ে দল গড়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। স্বপ্ন হয়তো এবার বাস্তব হবে না। অল্পের জন্য হাতছাড়া হতে পারে খেতাব (I…

আই লিগ জয়ের স্বপ্ন নিয়ে দল গড়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। স্বপ্ন হয়তো এবার বাস্তব হবে না। অল্পের জন্য হাতছাড়া হতে পারে খেতাব (I League)। ক্লাব সমর্থকদের মন খারাপ হওয়া স্বাভাবিক। এতো কাছে এসেও ট্রফি হাতছাড়া! মন খারাপের মাঝেও থাকবে ইতিবাচক কিছু দিক।

ভালো মানের বিদশিদের পাশাপাশি স্কোয়াডে রয়েছেন প্রতিভাবান ভারতীয় ফুটবলার। একাধিক বঙ্গ সন্তানও রয়েছেন। স্কোয়াডের অনেকেই হয়তো এর আগে দেশের কোনো বড় দলের জার্সি গায়ে চাপিয়েছেন, অনেকেই হয়তো চাপাননি বা সেভাবে সুযোগ পাননি। মহামেডানের সৌজন্যে তাঁদের অনেকে প্রতিভার ছটা গিয়ে ঠেকেছে ভারতীয় ফুটবলের একাধিক নামকরা দলের অন্দর মহলে। সব ঠিক থাকলে আগামী মরশুমে সাদা কালো শিবিরের একাধিক ফুটবলারকে দেখা যেতে পারে ইন্ডিয়ান সুপার লিগের কোনও না কোনও ক্লাবে।

   

ফৈজল আলি, মনোজ মহম্মদ , সঞ্জীব ঘোষ – ফুটবল মহলে আলোচিত কিছু নাম। যার মধ্যে ফৈজল একেবারেই উঠতি ফুটবলার। কলকাতার পার্কসার্কাসের ঘিঞ্জি এলাকা থেকে উঠে এসেছেন। ফুটবল প্রেম তাঁকে পৌঁছে দিয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাবে। আগামী দিনে হয়তো বেঙ্গালুরু এফসিতে।

মনোজ এবং সঞ্জীবের সঙ্গে ইস্টবেঙ্গলের (East Bengal) যোগ রয়েছে। মনোজ মহম্মদ লাল হলুদ জার্সিতে আগে নজরে কেড়েছিলেন। পরে গিয়েছিলেন মহামেডানে। ইন্ডিয়ান সুপার লিগের আগামী মরশুমে তাঁকেও দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে। সঞ্জীবের ক্ষেত্রেও একই কথা বলা চলে। এক সময় ইস্টবেঙ্গলের যুব দলে ছিলেন। পরে মহামেডানে।

কলকাতা ফুটবল লিগ প্রতি বছর নতুন নতুন মুখ দেখা যায় মাঠে। কেউ স্ট্যান্ড করতে পারেন, অনেকেই যান হারিয়ে। আইএসএল, আই লিগের প্রায় প্রতি দলে হয়তো এমন এক বা একাধিক ফুটবলার রয়েছেন যাঁরা এক সময়ে খেলেছেন কলকাতার তিন প্রধানের অন্তত এক প্রধানের জার্সি পরে।

আজহারউদ্দিন মল্লিক, শেখ সাহিল, শুভ ঘোষ থেকে শুরু করে রেনেডি সিং, ইসফাক আহমেদ, এনারা প্রত্যেকেই মোহনবাগান (Mohun Bagan), ইস্টবেঙ্গলে খেলে আরও বেশি পরিচিতি পেয়েছিলেন এক সময়। এখন মোহনবাগান হয়েছে এটিকে মোহন বাগান। কর্পোরেট ক্লাবে বেশিরভাগই ফুটবল আঙিনায় পরিচিতি মুখ। ব্যতিক্রম কিয়ান নাসিরি। উঠতি ফুটবলার রয়েছেন। তবে তাঁদের নাম হাতে গোনা। দলের নেই কোনো জুনিয়র টিম। গত কয়েক মরশুমে পরিচিত ইস্টবেঙ্গল প্রায় নিরুদ্দেশ। তবুও লাল হলুদ শিবির হীরা মন্ডল, হামতের মতো ফুটবলারদের জন্য মঞ্চ গড়ে দিতে পেরেছেন।

তৃণমূল স্তর থেকে ফুটবলার তুলে আনার ব্যাপারে তুলনামূলক এগিয়ে রয়েছে মহামেডান স্পোর্টিং ক্লাব। ঘরোয়া লিগ, আই লিগ খেলে বহু নতুন ছেলের ভবিষ্যত গড়ার কাজ করে দিচ্ছে তারা।