‘বুড়ো বয়সে’ ম্যান অফ দ্যা ম্যাচ হলেন মোহনবাগানের ঘরের ছেলে

Lalkamal Bhowmick

মন জোর থাকলে কি না সম্ভব হয়। বয়স যে শুধু সংখ্যা মাত্র খেলার মাঠে সেটা বারবার প্রমাণিত হয়েছে। লালকমল ভৌমিক (Lalkamal Bhowmick) তেমনই একজন যিনি অবসর কাটিয়ে ফিরে এসেছেন মাঠে, জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।

Advertisements

এক ঝাঁক জুনিয়র ছেলেদের নিয়ে গড়া পাঠচক্র ভালো খেলেও কলকাতা ফুটবল লীগে প্রত্যাশিত ফলাফল পাচ্ছিল না। ফলত ক্রমে তারা চলে গিয়েছিল অবনমনের আওতায়। কলকাতা ফুটবল লীগের প্রিমিয়ার ডিভিশন টিকে থাকার জন্য নতুন কিছু ভাবতে হয়েছিল ক্লাবকে।

দলের প্রতিভা আগেও ছিল। ছিল না অভিজ্ঞতা। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হল লালকমল ভৌমিককে। তিনি যেমন মোহনবাগানের ঘরের ছেলে বলে পরিচিত, তেমনই ইউনাইটেড স্পোর্টসের। তিনি আসার পর কিছুটা পরিণত হল পাঠচক্রের পারফরম্যান্স। শেষে বুট জোড়া পরে ‘লালদা’ নিজেও নেমে পড়লেন মাঠে। ম্যাজিকের মতো কাজ করল অবসর কাটিয়ে ফের মাঠে নামের এই সিদ্ধান্ত। ঘুরে দাঁড়াতে শুরু করল দল। পুরো সময় মাঠে না থাকলেও নিজের কাজটা স্কিল ও অভিজ্ঞতার জোরে করে যাচ্ছেন লালকমল।

Advertisements

আজ রাজ্য পুলিশের ফুটবল দলের বিরুদ্ধে পাঠচক্রের ম্যাচ ছিল। পাঠচক্র জিতেছে। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন লালকমল ভৌমিক।