জার্মানিকে হারিয়ে তৃতীয় ফ্রান্স, ইতিহাস গড়লেন নায়ক এমবাপে

Kylian Mbappe scored his 50th international goal as France beat UEFA Nations League 2025 hosts Germany

নেশন্স লিগের (UEFA Nations League 2025) গুরুত্বহীন ম্যাচে জার্মানিকে (Germany) ২-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান দখল করল ফ্রান্স (France)। যদিও দুই দেশের কাছেই ছিল এদিন সম্মান রক্ষার লড়াই। এই ম্যাচে ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) আন্তর্জাতিক পর্যায়ে নিজের ৫০তম গোলটি করেন, যা ফ্রান্সের জয়ের দরজা খুলে দেয়।

প্রথমার্ধে ম্যাচের গতি বেশ তীব্র ছিল। জার্মানি শুরু থেকেই বলের দখল নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ফ্রান্সের গোলরক্ষক মাইক মেনিয়ান একাধিকবার চমৎকার সেভ করে দলকে বাঁচান। বিশেষ করে করিম আডেয়েমির তিনটি জোরালো শট তিনি দক্ষতার সঙ্গে প্রতিহত করেন। ফ্লোরিয়ান ভিরৎস একটি আক্রমণে পোস্টে বল মারেন, যা জার্মানির দুর্ভাগ্যের প্রতীক হয়ে দাঁড়ায়।

   

৪৪তম মিনিটে আউরেলিয়েন চুয়ামেনির কাছ থেকে দুর্দান্ত এক পাস পেয়ে এমবাপে ডান পায়ের নিখুঁত শটে বল জালে জড়িয়ে দেন। এই গোলটি ছিল তার ক্যারিয়ারের ৫০তম আন্তর্জাতিক গোল, যা তাকে ফ্রান্সের ইতিহাসে সেরা গোলদাতাদের তালিকায় আরও ওপরে নিয়ে গেল।

দ্বিতীয়ার্ধেও জার্মানি একাধিক সুযোগ তৈরি করে। ৫৪ মিনিটে গোল শোধ করেছিলেন বদলি হিসেবে উন্ডাভ। কারণ নিকলাস ফুলক্রুগ আগের মুহূর্তে আদ্রিয়েন রাবিওকে ফাউল করেছিলেন। যার জন্য জন্য গোলটি বাতিল করে দেওয়া হয়।

ম্যাচের শেষ দিকে, ৮৪তম মিনিটে এমবাপে আবার নজর কাড়েন। রোবিন ককের একটি ভুল পাস ধরে নিয়ে তিনি বল এগিয়ে নিয়ে যান এবং গোলরক্ষকের সামনে একা হয়ে নিজে শট না নিয়ে বল বাড়িয়ে দেন মাইকেল ওলিসের উদ্দেশ্যে। ওলিস সহজেই বল জালে পাঠান এবং ফ্রান্সের জয় নিশ্চিত করেন।

এই ম্যাচে ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপে ছিলেন দুর্দান্ত। উয়েফা তাকে ম্যাচসেরা খেলোয়াড় ঘোষণা করে বলেছে, “সে প্রথম গোলটি করে ম্যাচ খুলে দিয়েছে। দ্বিতীয় গোলেও তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। প্রতিটি ট্রানজিশনে সে বিপজ্জনক ছিল।”

এই জয়ের ফলে জার্মানি টানা তিন ম্যাচে জয়হীন থাকলো। কোচ জুলিয়ান নাগেলসম্যানের দল পরপর পরাজিত হয়ে কিছুটা চাপে পড়ল। অন্যদিকে, ফ্রান্স স্বস্তিতে শেষ করলো তাদের নেশন্স লিগ অভিযান। এখন সবাই অপেক্ষায় স্পেন ও পর্তুগালের মধ্যে অনুষ্ঠিতব্য ফাইনালের দিকে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Previous articleUPI-র সঙ্গে সংযুক্ত INR-স্থিত কয়েনের জন্য আহ্বান শিল্প বিশেষজ্ঞদের
Next articleতাপপ্রবাহে জ্বলছে রাজধানী!তাপমাত্রা ছুঁল ৪৪ ডিগ্রি সেলসিয়াস
Subhasish Ghosh
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক।২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।