AIFF: সাধারণ সচিবের পদ থেকে ইস্তফা দিলেন কুশল দাস

AIFF general secretary Kushal Das

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) সাধারণ সচিবের পদ থেকে ইস্তফা দিয়েছেন কুশল দাস (Kushal Das)। ভারতীয় ফুটবল নিয়ে প্রায়শই বিতর্ক জড়িয়েছেন তিনি তার ১২ বছরে এই পদের মেয়াদে। শারীরিক সমস্যার কারণে বুধবার এই পদ ছেড়েছেন তিনি, এমনটাই জানিয়েছেন।

Advertisements

আরও পড়ুন: East Bengal : আরও দেরি করলে রহমানও ধরতে পারে অন্য সুর

   

২০১০ সালে এই পদে নিযুক্ত হন দাস।গত ২০  জুন থেকে শারীরিক সমস্যার কারণ দেখিয়ে তিনি তার পদের কর্মকান্ড থেকে দুরে ছিলেন।যদিও শোনা যাচ্ছিল Committee of Administrators এর পরামর্শ নিজের কাজ থেকে দুরে থাকছিলেন তিনি।

Advertisements

আরও পড়ুন: ISL : মোহন-ইস্টের ঘরের ছেলেরা ফুল ফোটাবেন সিলিকন ভ্যালিতে!

পিটিআই সূত্রের মারফত তার এই পদ ছাড়ার কথা জানা গিয়েছে।নিজের ইস্তফার চিঠি CoA ‘কে ইতিমধ্যে পাঠিয়েছেন দাস।সুপ্রিম কোর্টের নির্দেশে প্রফুল্ল প‍্যাটেল নেতৃত্বাধীন কমিটি’কে নিষিদ্ধ করে দেওয়ার পর সংশ্লিষ্ট কমিটি ভারতীয় ফুটবল চালানোর দায়িত্বে ছিলো।সঠিক সময়ের মধ্যে নির্বাচন না অনুষ্ঠিত করায় বাতিল করে দেওয়া হয়েছিল প্রফুল্ল প‍্যাটেল নেতৃত্বাধীন কমিটিকে।ভারতের ফুটবল অধ‍্যায়ে প্রফুল্ল যুগ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কুশল’ও বিদায় নিলেন।