East Bengal : আরও দেরি করলে রহমানও ধরতে পারে অন্য সুর

এপ্রিলের শেষের দিকের খবর- জামশেদপুর এফসির প্রতিশ্রুতিবান ফুটবলার মোবাশির রহমান (mobashair rahman) ইস্টবেঙ্গলের (East Bengal) প্রি কনট্র্যাক্ট এ সম্মতি প্রদান করেছেন। সব ঠিক থাকলে একাধিক…

mobashair rahman

এপ্রিলের শেষের দিকের খবর- জামশেদপুর এফসির প্রতিশ্রুতিবান ফুটবলার মোবাশির রহমান (mobashair rahman) ইস্টবেঙ্গলের (East Bengal) প্রি কনট্র্যাক্ট এ সম্মতি প্রদান করেছেন। সব ঠিক থাকলে একাধিক মরসুমের জন্য তাঁকে লাল হলুদ জার্সিতে দেখতে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।

এখন জুন মাসের শেষের দিক। মাঝে একটা মাস কেটে দিয়েছে। ইস্টবেঙ্গল ক্লাবে এখনও ডামাডোল পরিস্থিতি। বিনিয়োগকারী আসার পরেও এখনও নিশ্চিত হয়নি চুক্তি। সই পর্ব বাকি রয়েছে। প্রি কনট্র্যাক্ট – এ সম্মতি জানানো ফুটবলাররাও অনিশ্চয়তায় ভুগতে শুরু করেছেন।

মনে করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে সব ঠিক না হলে অন্য কিছু ভাবতে পারেন তিনি। ইতিমধ্যে হয়তো ভাবতে শুরুও করেছেন এমনটা ইস্টবেঙ্গল সমর্থকদের একাংশ আশঙ্কা করছেন। একই আশঙ্কা বিদেশি ফুটবলার ইভান গঞ্জালাজের ক্ষেত্রেও।

বছর চব্বিশের মোবাশির উইং ছাড়াও মাঝমাঠে খেলতে অভ্যস্ত। এক কথায় তিনি ইউটিলিটি ফুটবলার। ইতিমধ্যে মাঝমাঠে বেশ কয়েকজন তরুণ ফুটবলারকে নিশ্চিত করেছে ফেলেছে লাল হলুদ শিবির। এবার সেই তালিকায় যুক্ত হলেন রহমান।

রহমান টাটা অ্যাকাডেমির ছাত্র। জামশেদপুর এফসির হয়েছে খেলেছেন বহু ম্যাচ। শিল্ড জয়ী দলের অন্যতম সদস্য তিনি। এ বছর শেষ হওয়া ইন্ডিয়ান সুপার লিগে খেলেছিলেন তেরোটি ম্যাচ।