Kuldeep-Jadeja ODI record: নতুন নজির কুলদীপ-জাডেজার

ভারতীয় বাঁ-হাতি স্পিনারের জুটি হিসেবে একটি আন্তর্জাতিক একদিনের ম্যাচে সাতটি বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাডেজা। বৃহস্পতিবার বার্বাডোজে পাঁচ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পাশাপাশি এই নতুন রেকর্ড গড়লেন তাঁরা।

ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ মাত্র তিন ওভারে ছয় রান দিয়ে চার উইকেট নেন। এদিকে ৩৭ রান দিয়ে তিন উইকেট নেন জাদেজা। ম্যাচের শেষে কুলদীপ জানান, “আমি ভেবেছিলাম পিচে সিম বৌলিং ভালো হবে। তবে, আমরা খুশি যে আমরা দুজনে একসাথে ৭ উইকেট পেয়েছি। পিছে বল কিছুটা ঘুরছিল, বাউন্সও ছিল। প্রতিযোগিতা থাকা সবসময়ই ভাল, তবে আমরা একসাথে কাজ করার চেষ্টা করি।”

   

কুলদীপ- জাডেজার দাপটে ১১৪ রানের বেশি রান তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২৭ ওভারেরও বেশি সময় বাকি থাকতেই সেই রান তুলে নেন ইষাণ কিশান- রোহিত শর্মারা।

ওপেন করতে নেমে ইষাণ কিশান একটি দ্রুত হাফ সেঞ্চুরি করেন। তবে উল্টো দিকে পর পর তিনটি উইকেটও পরে যায়। টার্গেট বেশি না থাকায় শুরুতে রোহিত শর্মা বা বিরাট কোহলি, কেউ নামেননি মাঠে।

পঞ্চম উইকেট পড়লে অর্থাৎ ইষাণ কিশান আউট হলে মাঠে নামেন রোহিত। শেষ বলে চার মেরে ম্যাচ জেতান তিনি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন