IPL 2024 : আইপিএলের ম্যাচ চলাকালীন মধ্যরাত পর্যন্ত পরিষেবা দিতে নির্দেশ পরিবহণ দপ্তরের

bus

শনিবার সন্ধেয় ইডেনে প্রথম মহারণ শুরু হতে চলেছে।কলকাতা ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচে নাইট রাইডার্সের বিরুদ্ধে নামবে সানরাইজার হায়দ্রাবাদ। আর এই দিনগুলোতে কলকাতার রাজপথে যাতে পর্যাপ্ত যানবাহনের দেখা পাওয়া যায় সেই ব্যাপারেই এইবার উদ্যোগী হলো রাজ্য পরিবহণ দপ্তর।

Advertisements

এক নির্দেশিকা জারি করে বেসরকারি পরিবহণ সংগঠনগুলিকে শনিবার রাত পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বাস, ট্যাক্সি, অটো রাস্তায় নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। যদিও আইপিলের এখনও সম্পূর্ণ সূচী প্রকাশিত হয়নি। আপাতত ইডেনে একটি ম্যাচই আছে। তবে পরবর্তী সূচী প্রকাশিত না হওয়া পর্যন্ত ম্যাচের দিনক্ষণ জানা যায়নি। তবে প্রতিটি দল তাদের ঘরের মাঠে সাতটি করে ম্যাচ খেলে। সেই হিসেব কষলে কলকাতা এখনও ঘরের মাঠে ছয়টি ম্যাচ খেলবে। এই বছর লোকসভা ভোটের কথা মাথায় রেখে আগে থেকেই পরিবহণ দপ্তর সতর্ক থাকতে চাইছে।

লোকসভা ভোট ঘোষণা হতেই রাস্তা থেকে উধাও হয়েছে বেসরকারী বাস। সে ক্ষেত্রে রাজ্য পরিবহণ দফতর বিশেষ নির্দেশিকা জারি করে মোট ১৩টি বেসরকারি পরিবহণ সংগঠনকে এই বিষয়ে উদ্যোগী হতে নির্দেশ দিয়েছে।

Advertisements

যদিও প্রতিবছর ক্রিকেট প্রেমীদের অভিযোগ থাকে তারা খেলা শেষে বাড়ি ফিরতে হয়রানির শিকার হয়। পর্যাপ্ত বাস-অটো-ট্যাক্সি পাওয়া যায় না। যদিও রাজ্য সরকারের পরিবহণ দপ্তর উদ্যোগী হলেও খাতায় কলমে কতটা কার্যকর হয়, সেটা বিবেচ্য বিষয়।