IPL 2024: শনির সন্ধেয় ইডেনের মহাযুদ্ধে কেকেআর-সানরাইজার্স

বসন্তের শেষ সপ্তাহে কলকাতা ফুটছে উত্তেজনায়। এই বছরে প্রথম আইপিএল দেখতে চলেছে শহরবাসী। শনিবার কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর এই ম্যাচ…

ipl 2024

বসন্তের শেষ সপ্তাহে কলকাতা ফুটছে উত্তেজনায়। এই বছরে প্রথম আইপিএল দেখতে চলেছে শহরবাসী। শনিবার কলকাতা নাইট রাইডার্স মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ। আর এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছে শহরবাসী। এমনিতেই ছুটির মরশুম। আজ শনিবারের সন্ধে এবং আগামী দুদিন দোলের জন্য এমনিতেই মানুষ উৎসব মুখর। এহেন পরিস্থিতিতে কলকাতায় নাইট রাইডার্স-এর খেলা এক আলাদা উত্তেজনার সৃষ্টি করেছে।

আইপিএলের ইতিহাসে আজ দুই দামি ক্রিকেটারের লড়াই। সানরাইজার্সের ক্যাপ্টেন প্যাট কামিন্স এ বারের আইপিএলের অন্যতম আকর্ষণ বলে মনে করছে ক্রিকেট মহল। কারণ তাঁর কাধে ভর করেই অজিরা ২০২৩ বিশ্বকাপ জিতেছে। অপরদিকে ২৪.৭৫ কোটিতে অজি পেসার মিচেল স্টার্ককে নেয় কলকাতা নাইট রাইডার্স, যিনি এই মুহূর্তে বিশ্বক্রিকেটে সবচেয়ে সফল বাঁ-হাতি পেসার। এই দুই সতীর্থ আজ ইডেনে মুখোমুখি হতে চলেছে।

কলকাতা দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার। যিনি দলকে নেতৃত্ব দেবেন। গতবার তিনি আইপিলের একটি ম্যাচ খেলতে পারেননি। তবে এইবার তিনি সামনে থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে তৈরি বলে জানা গিয়েছে। দলের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন প্রাক্তন নাইট অধিনায়ক গৌতম গম্ভীর। এবার দেখার পালা তাঁর তত্ত্বাবধানে কেমন পারফমেন্স করে কেকেআর। সবার নজর থাকবে রিঙ্কু সিং-এর ওপর। যিনি জাতীয় দলে এসে তাক লাগিয়ে দিয়েছেন। এছাড়াও রাসেল ম্যাজিক দেখতে প্রস্তুত তিলোত্তমা। অন্যদিকে ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, প্যাট কামিন্স কিংবা বাংলার শাহবাজ আহমে কেমন খেলে সেটাও দেখার মতো বিষয়।