ISL: বাড়ছে মেট্রো রেক, মোহনবাগানের ম্যাচ দেখে বাড়ি ফিরুন সঠিক সময়ে

অবশেষে স্বস্তি এল সবুজ-মেরুন সমর্থকদের কাছে। সবুজ-মেরুন ম্যানেজমেন্টের তরফ থেকে করা আবেদনে সাড়া দিয়ে ম্যাচের (ISL) দিন গুলিতে এবার অতিরিক্ত মেট্রো চালানোর ইঙ্গিত উঠে আসল…

Kolkata Metro Rail

অবশেষে স্বস্তি এল সবুজ-মেরুন সমর্থকদের কাছে। সবুজ-মেরুন ম্যানেজমেন্টের তরফ থেকে করা আবেদনে সাড়া দিয়ে ম্যাচের (ISL) দিন গুলিতে এবার অতিরিক্ত মেট্রো চালানোর ইঙ্গিত উঠে আসল কলকাতা মেট্রো রেলের তরফ থেকে। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ ঘন্টাকয়েক আগেই একটি সাংবাদিক করে ঠিক এমনটাই জানানো হয় মেট্রো রেলের তরফ থেকে।

সেই অনুযায়ী আজ মোহনবাগানের প্রথম ম্যাচের পর সল্টলেক থেকে দুটি মেট্রো আসবে শিয়ালদহের দিকে। একটি আসবে রাত দশটায়। অন্যটি আসবে তার ঠিক কিছুক্ষন পড়ে। যারফলে, খেলা দেখে বাড়ি ফিরতে খুব একটা সমস্যা হওয়ার কথা নয় বাগান সমর্থকদের।

   

তবে শুধুমাত্র মোহনবাগান নয়। আইএসএলের ম্যাচ গুলির কথা মাথায় রেখে বাসের সংখ্যা বাড়ানোর আর্জি নিয়ে রাজ্যের পরিবহন মন্ত্রীর কাছে বিশেষ চিঠি প্রদান করেছে ময়দানের আরেক প্রধান ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। মেট্রো পরিষেবার পাশাপাশি তাদের তরফ থেকে বেশকিছু স্থান উল্লেখ করে সেখান থেকে বাস পরিষেবা দেওয়ার কথাও জানানো হয়।

যাতে স্টেডিয়াম থেকে বেড়িয়ে এই সমস্ত স্থানে বাসে করে পৌঁছতে পারেন সকলে। যার মধ্যে রয়েছে এসপ্ল্যানেড, গড়িয়া, উল্টোডাঙা, বেহালা, বারাসাত, হাওড়া স্টেশন ও শিয়ালদহ স্টেশনের মতো স্থান গুলি। যাতে সেখান থেকে সহজেই নিজেদের গন্তব্যে পৌঁছতে পারে দর্শকরা।

আগামী ২৫ তারিখ ঘরের মাঠে জামশেদপুর এফসির বিপক্ষে নেমে নিজেদের আইএসএল অভিযান শুরু করতে চলেছে কার্লোস কুয়াদ্রাতের ছেলেরা। মনে করা হচ্ছে, লাল-হলুদের আর্জি মেনে হয়ত সেইদিন থেকেই বাড়ানো হতে পারে বাসের সংখ্যা।