Kolkata League: কলকাতা লিগের ফাইনাল পিছিয়ে যাওয়ার সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক: ১৮ অক্টোবর কলকাতা লিগের (Kolkata League) ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এখন শোনা যাচ্ছে, পূর্ব নির্ধারিত ফাইনাল ম্যাচ ১৮ নভেম্বর হতে পারে,যুবভারতী ক্রীড়াঙ্গনে।…

Kolkata League

স্পোর্টস ডেস্ক: ১৮ অক্টোবর কলকাতা লিগের (Kolkata League) ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু এখন শোনা যাচ্ছে, পূর্ব নির্ধারিত ফাইনাল ম্যাচ ১৮ নভেম্বর হতে পারে,যুবভারতী ক্রীড়াঙ্গনে।

যদিও বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা (আইএফএ) নিশ্চিত ভাবে কিছুই জানায়নি।১৫ অক্টোবর দশমী, শুক্রবার। পরের দিন শনিবার। রবিবার ১৭ অক্টোবর এবং ১৮ অক্টোবর, সোমবার। সোমবারের মধ্যে সার্ব্বজনীন দুর্গোপুজোর নিরঞ্জনের শেষ দিন। সূত্রে খবর, নিরঞ্জনের জন্য পর্যাপ্ত পুলিসি নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠেছে।

   

তাছাড়া গোটা অক্টোবর মাস উৎসবের মরসুম। ৪ নভেম্বর, বৃ্হস্পতিবার, কালীপূজো। এছাড়াও ৩০ সেপ্টেম্বর রাজ্যে বিধানসভা উপনির্বাচন রয়েছে। সব মিলিয়ে পর্যাপ্ত পুলিসি নিরাপত্তার অভাব দেখা দিতে পারে কলকাতা লিগের ফাইনাল ম্যাচ ঘিরে। তাই ১৮ নভেম্বর, যুবভারতী ক্রীড়াঙ্গনে কলকাতা লিগের ফাইনাল ম্যাচের সম্ভাবনা উকি দিচ্ছে।

মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম রেলওয়ে এফসি’র মধ্যে এই ফাইনাল ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চড়তে শুরু করে দিয়েছে। কেননা, ১৯৮১ সালে মহামেডান স্পোর্টিং ক্লাব শেষবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ৪০ বছরের লিগ জয়ের খরা অব্যাহত। তাই ব্ল্যাক প্যাহ্নার্সরা সুযোগ হাতছাড়া করতে নারাজ। ১১ বারের লিগ চ্যাম্পিয়ন ১৩০ বছরের মহামেডান স্পোর্টিং ক্লাব, রেলকে লাইনচ্যুত করতে টগবগ করে ফুঁটছে।

অন্যদিকে রেলওয়ে এফসি কলকাতা লিগে বড় দলের লিগ জয়ের মৌরসিপাট্টা ভেঙে দিয়ে ফের একবার ইতিহাস গড়ার দোড়গোড়ায় দাঁড়িয়ে। রেল সাদা কালো শিবিরকে ফাইনাল ম্যাচে বল পায়ে ছেড়ে কথা বলবে না তা বলাই চলে। এককথায় এই ফাইনাল ম্যাচ দু’দলের কাছে ‘ইজ্জতের লড়াই’ হয়ে দাঁড়িয়েছে। চিরাচরিত মিথ ভেঙে ইতিহাস গড়ার, অন্যদিকে ৪০ বছরের লিগ খেতাবের খরা কাটানো। তাই প্রহর গুনছে কলকাতা লিগের ফাইনাল ম্যাচ ঘিরে বঙ্গবাসী।