দেখতে দেখতে শেষ হল এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2024) ফাইনাল ম্যাচ। প্রথমে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভারে ১১৩ রানে থামে সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস। এগারো ওভার পুরো হওয়ার (১০.৩ ওভার )আগেই ম্যাচ শেষ করে কেকেআর।
কেকেআর এর বোলারদের বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি প্যাট কামিন্স এর নেতৃত্বে থাকা দল। সহজে ফাইনাল ম্যাচ জিতে তৃতীতবারের জন্য আইপিএল খেতাব ঘরে তুলল কলকাতা নাইট রাইডার্স। কেকেআর এর হয়ে এদিনের ম্যাচে দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, মিচেল স্টার্ক, হর্ষিত রানা। তিন উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল।
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ২৪ রানের ইনিংস খেলেন প্যাট কামিন্স। চিপকের মাঠে ঝড়ের গতিতে রান তোলে কলকাতা নাইট রাইডার্স। রহমতউল্লাহ গুরুবাজ খেলেন ৩২ বলে ৩৯ রানের ইনিংস। অর্ধ শতরান করেন ভি আইয়ার।
২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস ৯ উইকেটে ১২৫ রান করেছিল আইপিএল ফাইনালে। এতো দিন এটাই ছিল সর্বনিম্ন স্কোর। আজ সানরাইজার্স হায়দরাবাদের ফাইনাল ম্যাচে করল মাত্র ১১৩ রান।
১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিএসকে ১২৫ রানে থেমেছিল। এমআই পেসার লাসিথ মালিঙ্গা প্রথম ওভারে দুটি উইকেট নিয়েমুম্বইয়ের পক্ষে ঘুরিয়েছিলেন ম্যাচ। মিচেল জনসন ও হরভজন সিং ২টি করে উইকেট নিয়েছিলেন।
পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন, “আইপিএলে তৃতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স দলের খেলোয়াড়,কোচ,সাপোর্টিং স্টাফ, শাহরুখ খান,সকল কর্মকর্তা ও সমর্থকদের জানাই আন্তরিক অভিনন্দন। আবার প্রমাণিত কলকাতা তথা বাংলা সর্বক্ষেত্রেই ভারত সেরা।”