Kolkata Football: একে একে তিন প্রধানই মুখ খুলল রেফারির বিরুদ্ধে

Kolkata Football Clubs Unite: ভারতীয় ফুটবলে আগের থেকে বেড়েছে গ্ল্যামার, এসেছেন নামীদামী ফুটবলাররা, এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন ভারতীয় ফুটবল প্রেমীরা। কিন্তু রেফারিং? উঠেছে একের পর…

Complaint Against Referee kolkata

Kolkata Football Clubs Unite: ভারতীয় ফুটবলে আগের থেকে বেড়েছে গ্ল্যামার, এসেছেন নামীদামী ফুটবলাররা, এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন ভারতীয় ফুটবল প্রেমীরা। কিন্তু রেফারিং? উঠেছে একের পর এক অভিযোগ। ইন্ডিয়ান সুপার লীগ শুরু হওয়ার আগে রেফারির বিরুদ্ধে অভিযোগ করেছে কলকাতার তিন প্রধান ক্লাব- মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং।

বুধবার কলকাতা ফুটবল লীগের মিনি ডার্বিতে রেফারির বিতর্কিত সিদ্ধান্ত। ইস্টবেঙ্গলকে ২-১ গোলে পরাজিত করার পরেও রেফারির সিদ্ধান্তের কারণে অখুশি মহামেডান স্পোর্টিং ক্লাবের কর্তারা। কোচ আন্দ্রে চের্নিশভ সাংবাদিক সম্মেলনে বলেই দিলেন, ‘রেফারিং ছাড়া ফুটবল সংক্রান্ত যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন।’ সাদা কালো কর্তা দীপেন্দু বিশ্বাসের কথায়, “নতুন করে আর কী বলবো। ISL, Durand Cup, কলকাতা ফুটবল লীগ… সবেতেই একই হাল। আমরা একশোবার রিপ্লে দেখিছি।” বুকের বাম দিকে আঙুল দেখিয়ে তিনি বলেছেন, “এখানে বল লাগলে তো পেনাল্টি হয় না। রেফারি পেনাল্টি দিয়েছেন।”

মোহনবাগান ক্লাবও রেফারির বিরুদ্ধে অভিযোগ করেছিল। মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ম্যাচ শেষে মোহন বাগান সুপার জায়ান্টের রিজার্ভ দলের কোচ বাস্তব রায় ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, “রেফারির বেশ কিছু সিদ্ধান্ত আমাদের বিরুদ্ধে গিয়েছে। যার ফলে স্কোরলাইন ২-২। ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে ম্যাচের শেষের দিকে চাপ বেড়েছিল আমাদের ওপর। নিশ্চিত পেনাল্টি থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। উল্টে হলুদ কার্ড দেখানো হয়েছে কিয়ান নাসিরিকে।”

ইস্টবেঙ্গল সাংবাদিক সম্মেলন ডেকে রেফারির মান নিয়ে প্রশ্ন তুলেছিল। Durand Cup-এর ফাইনাল ম্যাচে মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ইস্টবেঙ্গল রেফারির ভুল সিদ্ধান্তের শিকার বলে লাল হলুদ কর্তাদের অভিযোগ। প্রমাণ হিসেবে ঘটনার একাধিক ছবি দেখিয়ে নিজেদের বক্তব্য পোক্ত করেছিলেন ইস্টবেঙ্গল কর্তারা।