Kolkata Derby: কোন চ‍্যানেলে দেখবেন ডার্বি? জানুন বিস্তারিত

দীর্ঘ আড়াই বছর পর কলকাতায় ফিরল ঐতিহ্যবাহী ডার্বি ম‍্যাচ (Kolkata Derby)। ১৩১ তম ডুরান্ডের আসরে রবিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনের আসরে এই ম‍্যাচ ঘিরে ইতিমধ্যে উন্মাদনার…

Kolkata-Derby_telecast

দীর্ঘ আড়াই বছর পর কলকাতায় ফিরল ঐতিহ্যবাহী ডার্বি ম‍্যাচ (Kolkata Derby)। ১৩১ তম ডুরান্ডের আসরে রবিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনের আসরে এই ম‍্যাচ ঘিরে ইতিমধ্যে উন্মাদনার পারদ তুঙ্গে ।

অনলাইনে টিকিট আসার সাথে সাথে দ্রুত তা নিঃশেষিত হয়েছিল।এরপর সম্প্রতি অফলাইন টিকিট ছাড়া হয়েছিলো , তা নিয়ে ইতিমধ্যে দুই প্রধানের ক্লাবের কাউন্টারে উপচে পরা ভীড় লক্ষ‍্য করা গেছে।খেলার আগের দিনেও প্রবল ভিড় উপেক্ষা করে ইস্টবেঙ্গলের ফ‍্যানেরা ক্লাব তাঁবু থেকে টিকিট সংগ্রহ করেছে।

   

Advertisements

প্রত‍্যেকেই চান ডার্বির মতো একটা ঐতিহ্যবাহী ম‍্যাচ মাঠে বসে উপভোগ করতে।কিন্তু সেটা তো আর সম্ভব নয়।কারণ বিপুল সংখ‍্যক দর্শকদের মধ্যে টিকিট বন্টন করাটা খুব কঠিন একটা বিষয়।অবশ্য এই ম‍্যাচ টিভিতেও উপভোগ করা সম্ভব।কারণ নিউজ – ১৮ বাংলা চ‍্যানেল এবং সংশ্লিষ্ট চ‍্যানেলের ইউটিউব চ‍্যানেল থেকেও এই ম‍্যাচ লাইভ সম্প্রচারিত হবে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News