প্রায় আড়াই বছর পর যুবভারতীতে ডার্বি অনুষ্ঠিত হল। ডুরান্ডের ডার্বিতে ইস্টবেঙ্গলকে এক গোলে হারিয়ে দিল মোহনবাগান। অনেকেই মনে করছেন এই ফল প্রত্যাশিত। কারণ মোহনবাগান অনেক তৈরি দল। অনেক পুরনো দল। দীর্ঘদিন ধরে একসঙ্গে অনুশীলন করছে তারা। তাই ময়দান মনে করছে প্রত্যাশিতভাবেই ডার্বি জিতল বাগান।
কিন্তু প্রাক্তন ফুটবল অলোক মুখোপাধ্যায় মনে করছেন ডার্বিতে ইস্টবেঙ্গল মন্দ খেলেনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘ইস্টবেঙ্গলের খেলা আমার ভালো লেগেছে ।ওরা ডার্বিতে লড়াই করেছে। মাত্র ১০-১২ দিনে অনুশীলন করে একটা দল ডার্বি খেলতে নেমেছিল। সেই তুলনায় যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছে ওরা। নিজেদের দোষের জন্যই ডার্বি ম্যাচ হেরেছে ইস্টবেঙ্গল।সুমিত পাসিকে আমি দোষ দিতে চাই না কিন্তু আরও সজাগ হওয়া উচিত ছিল। মোহনবাগান যেমন আক্রমণ করেছে, ইস্টবেঙ্গলও আক্রমণ করেছে।
মোহনবাগানে খেলা প্রসঙ্গে অলোক বলেন, ‘ওদের আরও ভালো খেলা উচিত ছিল। দলে তারকা রয়েছে ।একটা তৈরি দল।আরও ভালো খেলতে হবে মোহনবাগানকে।সামনে এফসি কাপ রয়েছে। ভবিষ্যতে আরো ভালো ফুটবল খেলতে হবে ফেরান্দোর দলকে।না হলে সমস্যা তৈরি হবে।’