ইস্টবেঙ্গল সমর্থককে কাঁধে তোলা শিলাদিত্যকে হুমকি! জানুন সত্যিটা

মরশুমের প্রথম কলকাতা ডার্বি (Kolkata Derby 2024) ম্যাচ ইতিমধ্যে বাতিল হয়ে গিয়েছে। গত রবিবার এই ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু, প্রশাসনিক নিরাপত্তার অভাবে সেই ম্যাচ…

Shiladitya Banerjee

মরশুমের প্রথম কলকাতা ডার্বি (Kolkata Derby 2024) ম্যাচ ইতিমধ্যে বাতিল হয়ে গিয়েছে। গত রবিবার এই ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু, প্রশাসনিক নিরাপত্তার অভাবে সেই ম্যাচ বাতিল করে দেওয়া হয়। এই ঘটনার পর রবিবাসরীয় বিকেলবেলা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সমর্থকরা শান্তিপূর্ণ মিছিলের আয়োজন করেন। সেই মিছিলে একটি ছবি রীতিমতো ভাইরাল হয়ে যায়। এক মোহনবাগান সমর্থকের কাঁধে দেখতে পাওয়া যায় ইস্টবেঙ্গল সমর্থককে। ছবিটা ইতিমধ্যেই প্রশংসিত হতে শুরু করেছে।

   

ডার্বি বিক্ষোভে অনুপস্থিত দেবব্রত-দেবাশিস, ‘নিখোঁজ’ কটাক্ষ ফুটবল সমর্থকদের

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ছবিতে যে মোহনবাগান সমর্থককে দেখতে পাওয়া যাচ্ছে, তাঁর নাম শিলাদিত্য বন্দোপাধ্যায়। বাড়ি হালতু এলাকায়। তাঁর একটি দোকানও রয়েছে। সোমবার সকাল থেকে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হতে শুরু করেছে। সেখানে দাবি করা হয়েছে যে শিলাদিত্যর দোকান নাকি ভেঙে দেওয়ার জন্য দুষ্কৃতীরা ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন। এই পোস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই জলঘোলা হতে শুরু করেছে।

Shiladitya Banerjee

ইতিমধ্যেই কলকাতা ২৪X৭-এর পক্ষ থেকে শিলাদিত্যর সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছিল। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে এমন কোনও হুমকি তিনি পাননি। কেন সোশ্যাল মিডিয়ায় এমন ভুয়ো খবর প্রচার করা হচ্ছে, সেই ব্যাপারেও তিনি কিছু বুঝতে পারছেন না। মোদ্দা কথা, হুমকির বিষয়টি তিনি একেবারে নাকচ করে দেন।

Kolkata Derby

উল্লেখ্য, গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। সেকারণে রাজ্যের বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বিক্ষোভ প্রদর্শন শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতা ডার্বি বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

শুধুমাত্র কলকাতাই নয়, গোটা দেশজুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকরা বিক্ষোভ শুরু করেন। এই ম্যাচ বাতিল হওয়ার কারণে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হয়েছে। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকার কারণে মোহনবাগান আপাতত গ্রুপপর্বে শীর্ষে থেকেই নকআউট পর্বে পা রেখেছে। অন্যদিকে ইস্টবেঙ্গলও কনফার্ম করেছে কোয়ার্টার ফাইনালের টিকিট।

বদল হোক ‘ভুতুড়ে স্ট্যাচু’র, মোহন-ইস্ট ভ্রাতৃত্বই দেবে অনুপ্রেরণা! দাবি বাংলার ফুটবল সমর্থকদের

চলতি ডুরান্ড কাপে গ্রুপ পর্বের প্রথম দুটো ম্যাচেই জয়লাভ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। ইতিমধ্যে শোনা যাচ্ছে যে কলকাতায় আয়োজিত বাকি ম্যাচগুলো নাকি জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে আয়োজন করা হবে। যদিও এই ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।