IPL 2024: বড় ব্যবধানে জয় দিয়ে বর্ষবরণ করল নাইট রাইডার্স

বাংলা নতুন বছরের প্রথম দিন আইপিএলে (IPL 2024) ৮ উইকেটে ম্যাচ জিতেল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার টস জিতে প্রথমে বোলিং…

Knight Riders Kick Off IPL 2024 with Dominant Victory

বাংলা নতুন বছরের প্রথম দিন আইপিএলে (IPL 2024) ৮ উইকেটে ম্যাচ জিতেল কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। এরপর প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে লখনউ সুপার জায়ান্টস। জবাবে ১৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬২ রান তুলে ম্যাচ জিতে নেয় কেকেআর।

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হয়েছে। প্রথমে বোলিং করে লখনউ সুপার জায়ান্টস দলকে ১৬১ রানে আটকে দেয় কেকেআর দল। লখনউয়ের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন নিকোলাস পুরান। অন্য দিকে ২ উইকেট হারিয়ে এই লক্ষ্য পূরণ করে নেয় কেকেআর। কেকেআরের হয়ে দুর্দান্ত ইনিংস খেলেন ফিল সল্ট।

১৬২ রানের টার্গেটের জবাবে ফিল সল্ট খেলেন ম্যাচ জেতানো ইনিংস। ৪৭ বলে অপরাজিত ৮৯ রান করেন। এই সময়ে তিনি ১৪টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন । চলতি মরসুমে এটি ফিলিপ সল্টের দ্বিতীয় হাফসেঞ্চুরি। একই সঙ্গে এই ম্যাচে অধিনায়ক সুলভ ইনিংস খেলেছেন শ্রেয়স আইয়ার। শ্রেয়স আইয়ার ৩৮ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। যার মধ্যে ছিল ৬টি চার।

কলকাতা নাইট রাইডার্সের জন্য এই জয় খুবই স্পেশাল। আসলে, আইপিএলের ইতিহাসে এই প্রথম কলকাতা নাইট রাইডার্স দল লখনউ সুপার জায়ান্টসকে পরাজিত করেছে। এর আগে লখনউ সুপার জায়ান্টস ও কেকেআরের মধ্যে তিনটি ম্যাচ হয়েছিল। এই তিনটি ম্যাচেই জিতেছিল লখনউ সুপার জায়ান্টস। কিন্তু এবার তা হয়নি। ঘরের মাঠে জয়ের ধারায় ফিরল কলকাতা নাইট রাইডার্স।