KL Rahul: ব্যাটে রান না থাকায় দল থেকে বাদ পড়তে চলেছেন কেএল রাহুল

দল থেকে বাদ পড়তে পারেন কেএল রাহুল (KL Rahul)। ফর্ম নেই। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে তাঁকে দলের বাইরে রেখেই দল গড়ার কথা ভাবছে নয়া…

KL Rahul

দল থেকে বাদ পড়তে পারেন কেএল রাহুল (KL Rahul)। ফর্ম নেই। তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজে তাঁকে দলের বাইরে রেখেই দল গড়ার কথা ভাবছে নয়া নির্বাচক কমিটি।

সদ্য শেষ হয়েছে বাংলাদেশ সফর। সেখানে ওয়ান ডে ও টেস্ট মিলিয়ে কেএল রাহুল সাতটি ইনিংস খেলেছেন। এর মধ্যে মাত্র একটি ৫০ প্লাস স্কোর। বাকি সব রান কুড়ি পেরোয়নি। শেষ টেস্ট ইনিংসে তিনি দুই করে প্যাভিলিয়নে ফেরেন। এমত অবস্থায় টেস্ট সিরিজ জয়ী অধিনায়কে ভরসা পাচ্ছে না দল। টি-২০ বিশ্বকাপে দলে ফিরেছিলেন রাহুল। তখন থেকেই ব্যাটে রান নেই। ধীরে খেলে রান পেতে চেষ্টা করলেও রান খুব একটা আসেনি। তাই প্রতিভাবান এই ব্যাটারকে আবার পরীক্ষায় বসতেই হচ্ছে।

এর আগে অনুশীলনে হাতে চোট পাওয়ায় বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত ছিলেন অধিনায়ক কে এল রাহুল। রাহুলের পরিবর্ত হিসেবে বাংলা রঞ্জি দলের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরনের অভিষেক হওয়ার সম্ভাবনা ছিল। শেষে তিনি খেলেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে ওই টেস্ট ভারতকে জিততেই হত। এমতাবস্থায় স্বয়ং অধিনায়কের চোট যে ম্যাচ শুরুর আগেই টিম ইন্ডিয়াকে কিছুটা ব্যাকফুটে ঠেলে দিয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। কিন্তু দলে খেলেও রাহুল খুব একটা কিছু করতে পারেননি।
তাই সদ্য ট্রফি জিতেও তাঁকে বাদ যেতে হতে পারে টি-২০থেকে।