KKR Vs SRH ম্যাচেও কি বৃষ্টির ভ্রূকুটি? জানুন ফাইনাল আপডেট

kkr-vs-srh ipl 2024 final weather update

আজ আইপিএল ২০২৪ (IPL 2024)-এর শেষ দিন। আইপিএল সিজন ১৭-র ফাইনাল ম্যাচ খেলা। এই ম্যাচে মুখোমুখি হবে শ্রেয়স আইয়ারের দল কলকাতা নাইট রাইডার্স ও প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ (KKR Vs SRH)। এই ম্যাচ নিয়ে সমর্থকদের মধ্যে রয়েছে তুমুল উৎসাহ-উদ্দীপনা। কলকাতা যদি আজ ট্রফি জিততে পারে, তাহলে তা হবে কেকেআরের তৃতীয় ট্রফি।

Hardik Pandya Natasha: হার্দিকের জীবনে বিচ্ছেদ এসেছে বারেবারে, অতীতে তিনবার হয়েছে ‘ব্রেকআপ’

   

অন্য দিকে আজ হায়দরাবাদ জিতলে তা হবে তাদের জন্য দ্বিতীয় ট্রফি। ফাইনালের উত্তেজনার মাঝেই বৃষ্টির কারণে ম্যাচ বাতিল হয় কি না, তা নিয়ে সমর্থকদের মনে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত আপডেট প্রকাশ করেছে আবহাওয়া দফতর।

কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে আইপিএল-এর ম্যাচটি হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। আইপিএল ২০২৪-এর ফাইনালে সবার আগে উঠেছিল কলকাতা নাইট রাইডার্স। প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে জায়গা পাকা করে নিয়েছে কেকেআর। এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় হায়দরাবাদ।

Mohun Bagan: ভারতীয় ফুটবলার সই করানোর ক্ষেত্রে মোহনবাগানের ধীরে চলো নীতি

এই মরসুমে বৃষ্টির কারণে মোট ৩ টি ম্যাচ বাতিল হয়েছে। যে কারণে ক্রিকেটপ্রেমীরাও ফাইনাল ম্যাচ সম্পর্কিত আবহাওয়ার আপডেট জানতে চাইছেন। জানা গিয়েছে, চেন্নাইয়ে আজ আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আমরা ধরে নিতে পারি বৃষ্টি হবে না। ম্যাচ চলাকালীন তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রির আশেপাশে।

কেকেআর এবং হায়দরাবাদ এই মরসুমে দু’বার মুখোমুখি হয়েছে। কলকাতা দুটি ম্যাচই জিতেছে। লিগ ম্যাচে কলকাতা প্রথমে হায়দরাবাদকে হারিয়েছিল, তারপরে হায়দরাবাদ কোয়ালিফায়ার ওয়ানে পরাজিত করেছিল কেকেআর। এমন পরিস্থিতিতে ফাইনাল ম্যাচে কেকেআর-এর দিকে পাল্লা কিছুটা ঝুঁকে থাকছে।

করোনাকালে বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহকারী অয়নই এখন কিবুর নয়নের মণি

যদি বৃষ্টির কারণে এই ম্যাচ বাতিল হয়ে যায়, তাহলে রিজার্ভ ডে-তে খেলা হবে। কিন্তু রিজার্ভ ডে-তেও যদি ম্যাচ না আয়োজন করা হয়, তাহলে ম্যাচ না খেলেও ট্রফি জিতে নেবে কলকাতা নাইট রাইডার্স, কেকেআর রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন