HomeSports NewsIPL ২০২৫ প্রথম ম্যাচে নাইটদের ব্যাটিং অর্ডারে বিশেষ চমক!

IPL ২০২৫ প্রথম ম্যাচে নাইটদের ব্যাটিং অর্ডারে বিশেষ চমক!

- Advertisement -

আইপিএল ২০২৫ (IPL 2025) আনুষ্ঠানিক সূচনার জন্য আর মাত্র কিছু সময় বাকি। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ঘরের মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (KKR) মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB)। নতুন মরসুমের জন্য কেকেআর দলকে নতুনভাবে সাজিয়েছে, যার ফলে দলের একাধিক বিষয় নিয়ে জল্পনা চলছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় হল তাদের ব্যাটিং অর্ডার। দলে একাধিক তারকা ব্যাটার থাকলেও, কে কোন পজিশনে খেলবে, তা নিয়ে সমর্থকদের মনে রয়েছে প্রবল কৌতূহল।

IPL বোধনে KKR বনাম RCB ম্যাচে ফিরছে পুরনো স্মৃতি, উচ্ছ্বসিত নাইট ভক্তরা

   

গত মরসুমে কেকেআরের ওপেনিং জুটি ছিল ফিল সল্ট এবং সুনীল নারিন। এই দুজনের দুর্দান্ত পারফরম্যান্স দলকে অনেক ম্যাচে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছিল। কিন্তু এবার ফিল সল্ট দলে নেই। ফলে সুনীল নারিনের সঙ্গে কে ইনিংস শুরু করবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সম্ভাব্য প্রার্থী হিসেবে কুইন্টন ডি কক এবং অজিঙ্কে রাহানের নাম উঠে আসছে। ডি ককের আক্রমণাত্মক ব্যাটিং এবং রাহানের অভিজ্ঞতা দুটোই কেকেআরের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তবে নারিনের সঙ্গে কার রসায়ন বেশি মানানসই হবে, সেটাই দেখার বিষয়।

মিডল অর্ডারে কেকেআরের কাছে রয়েছে ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং এবং অজিঙ্কে রাহানের মতো নির্ভরযোগ্য ব্যাটার। ভেঙ্কটেশ গত মরসুমে মাঝের ওভারগুলোতে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। রিঙ্কু সিং তার ফিনিশিং ক্ষমতা দিয়ে ইতিমধ্যেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। অন্যদিকে, রাহানে তার শান্ত মেজাজ এবং টেকনিক দিয়ে দলকে স্থিতিশীলতা দিতে পারেন। এই তিনজনের মধ্যে কে কোন পজিশনে খেলবেন, তা নির্ভর করবে ম্যাচের পরিস্থিতি এবং প্রতিপক্ষের বোলিং আক্রমণের ওপর।

ইডেন থেকে বাড়ি ফেরার জন্য কখন কোথায় থাকছে বিশেষ বাস পরিষেবা, জানুন বিস্তারিত

লোয়ার অর্ডারে কেকেআরের শক্তি আরও বাড়িয়েছে আন্দ্রে রাসেল, রমনদীপ সিং এবং রভম্যান পাওয়েলের মতো বিধ্বংসী ব্যাটাররা। রাসেলের কথা আলাদা করে বলার কিছু নেই তিনি যে কোনো মুহূর্তে ম্যাচের রং বদলে দিতে পারেন। রমনদীপ এবং পাওয়েলও তাদের আক্রমণাত্মক স্টাইল দিয়ে শেষ ওভারগুলোতে রানের গতি বাড়াতে সক্ষম। এই ত্রয়ী যদি ফর্মে থাকে, তাহলে কেকেআরের জন্য বড় স্কোর করা বা রান তাড়া করা অনেক সহজ হয়ে যাবে।

তবে এবারের আইপিএলে কেকেআরের একটি ‘গোপন অস্ত্র’ নিয়ে আলোচনা হচ্ছে। দ্বিতীয় ইনিংসে রান তাড়া করার ক্ষেত্রে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে লুভনিথ সিসোদিয়াকে মাঠে নামাতে পারে নাইটরা। প্রস্তুতি ম্যাচে সিসোদিয়ার আক্রমণাত্মক ব্যাটিং সকলের নজর কেড়েছে। তার বিস্ফোরক শট এবং দ্রুত রান তোলার ক্ষমতা কেকেআরের জন্য ট্রাম্প কার্ড হয়ে উঠতে পারে। বিশেষ করে আরসিবির শক্তিশালী বোলিং লাইনআপের বিরুদ্ধে এই তরুণ ব্যাটার যদি প্রভাব ফেলতে পারেন, তাহলে ম্যাচের ফল অন্য দিকে মোড় নিতে পারে।

কেকেআর এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে মাঠে নামবে। আরসিবির বিপক্ষে প্রথম ম্যাচ জিতে টুর্নামেন্টে দাপটের সঙ্গে শুরু করতে মরিয়া থাকবে নাইটরা। ব্যাটিং অর্ডারে চমক, গোপন অস্ত্র এবং তারকা খেলোয়াড়দের পারফরম্যান্স সব মিলিয়ে কেকেআরের এই ম্যাচ সমর্থকদের জন্য উত্তেজনার শিখরে পৌঁছে দেবে। ২২ মার্চ, ২০২৫ এই দিনটি ক্রিকেটপ্রেমীদের জন্য একটি রোমাঞ্চকর যুদ্ধের সাক্ষী হতে চলেছে।

- Advertisement -
Subhasish Ghosh
Subhasish Ghoshhttps://kolkata24x7.in/author/sports-news-desk
শুভাশীষ ঘোষ এক প্রাণবন্ত ক্রীড়া সাংবাদিক, বর্তমানে Kolkata24X7.in ক্রীড়া বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন প্রতিটি খেলাতেই তাঁর দখল প্রশংসনীয়। তিনি নিয়মিত ফিল্ড রিপোর্টিং করেন এবং ISL, I-League, CFL, AFC Cup, Super Cup, Durand Cup কিংবা Kolkata Marathon মতো মর্যাদাসম্পন্ন ইভেন্টে Accreditation Card প্রাপ্ত সাংবাদিক। ২০২০ সালে সাংবাদিকতার জগতে আত্মপ্রকাশ, আর তখন থেকেই বাংলার একাধিক খ্যাতিমান সাংবাদিকের সাহচর্যে তালিম গ্রহণ। সাংবাদিকতার পাশাপাশি ইতিহাস ও রাজনীতির প্রতি রয়েছে অগাধ টান, যার প্রমাণ তাঁর অফবিট যাত্রাপথ ও অনুসন্ধিৎসু মন। পেশাগত প্রয়োজনে কিংবা নিতান্ত নিজস্ব আগ্রহে ছুটে যান অজানার সন্ধানে, হোক পাহাড়ি আঁকাবাঁকা গলি কিংবা নিঃসঙ্গ ধ্বংসাবশেষে ভরা প্রাচীন নিদর্শন। ছবি তোলার নেশা ও লেখার প্রতি দায়বদ্ধতা মিলিয়ে শুভাশীষ হয়ে উঠেছেন সাংবাদিক।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular