KKR : নাইট রাইডার্সে ধামা চাপা ঘটনা প্রকাশ করলেন শোয়েব

কলকাতা নাইট রাইডার্সের (KKR) একটি ঘটনা প্রকাশ্যে আনলেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। কোচ বুকানন এবং অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মধ্যেকার একটি কথোপকথন ফাঁস করেছেন…

কলকাতা নাইট রাইডার্সের (KKR) একটি ঘটনা প্রকাশ্যে আনলেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। কোচ বুকানন এবং অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মধ্যেকার একটি কথোপকথন ফাঁস করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) ২০০৮ এ কলকাতা নাইট রাইডার্সে ছিলেন তিনি। একমাত্র এই মরশুমে লিগে অংশ নিয়েছিলেন পাকিস্তানের ক্রিকেটাররা। আটটি দলে ছিলেন মোট এগারোজন পাক তারকা। শোয়েব ছিলেন কলকাতা নাইট রাইডার্সে। ১.৭ কোটি টাকার বিনিময়ে তাঁকে দলে নেওয়া হয়েছিল।

দলে নেওয়া হলেও খুব বেশি ম্যাচ রাওলপিন্ডি এক্সপ্রেসের দৌড় দেখা যায়নি। সেই সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞা ছিল তাঁর ওপর। নাইটদের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেছিলেন তিনি। একটি ম্যাচে নিয়েছিলেন চারটি উইকেট।

শোয়েব উইকেট নিলেও খুশি ছিলেন না কোচ জন বুকানন। স্মৃতিচারণ করে আখতার বলেছেন, ‘জন বুকানন সৌরভকে বলেছিলেন শোয়েবকে ফিট দেখাচ্ছে না। উত্তরে গাঙ্গুলি বলেছিলেন যে আমি সব সময়ই আনফিট। কিন্তু চিন্তা করবেন না। হাফ ফিট হলেও ওর খেলা নিয়ে ভাবনার কোনও কারণ নেই।’