IPL 2024: মরসুমের প্রথম পরাজয় কলকাতার

CSK vs KKR Live

আইপিএল ২০২৪-এর (IPL 2024) প্রথম পরাজয় বরণ করল কলকাতা নাইট রাইডার্স। কলকাতার বিজয় ধারা রোধ করল চেন্নাই সুপার কিংস। পরপর তিন ম্যাচে জেতার পর এই প্রথম পরাজিত হল কেকেআর।

চলতি আইপিএলে তৃতীয় জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। জয়ের জন্য চেন্নাইকে ১৩৮ রানের টার্গেট দিয়েছিল কলকাতা। ৭ উইকেট বাকি থাকতেই জিতেছে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে থাকা সিএসকে।

   

টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল চেন্নাই সুপার কিংস। ফর্মে থাকা কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং লাইন আপ এদিন চাপের মধ্যে রেখেছিল সিএসকে। প্রথম ইনিংসে ১৩৭ রানে কলকাতার রানের চাকা থামিয়েছিল চেন্নাই। চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত বোলিং করেন তুষার দেশপাণ্ডে ও রবীন্দ্র জাদেজা। দেশপাণ্ডে ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন, রবীন্দ্র জাদেজা ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৩ উইকেট দখল করেছেন।

বোলিংয়ের পর ব্যাটিংয়েও এদিনের ম্যাচে সাবলীল ছিল চেন্নাই সুপার কিংস। চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এই ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেছেন। মাত্র ৫৮ বলে ৬৭ রান করেছেন ভারতের তরুণ ক্রিকেটার। ৯টি বাউন্ডারি রয়েছে তাঁর ইনিংসে। অধিনায়কের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে ২.২ ওভার বাকি থাকতেই ১৩৮ রানের লক্ষ্য ছুঁড়ে ফেলে চেন্নাই সুপার কিংস। ফলে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় চেন্নাই।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন