IPL2022: দলের সদস্যদের কঠিন বার্তা দিলেন কেকেআর কোচ

আসন্ন আইপিএলের (IPL2022) জন্য ইতিমধ্যে ভারতে পৌঁছে গিয়েছেন নাইট কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ২৬শে মার্চ থেকে শুরু আইপিএল। প্রথম দিনই মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস…

আসন্ন আইপিএলের (IPL2022) জন্য ইতিমধ্যে ভারতে পৌঁছে গিয়েছেন নাইট কোচ ব্রেন্ডন ম্যাককালাম। ২৬শে মার্চ থেকে শুরু আইপিএল। প্রথম দিনই মুখোমুখি হতে চলেছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। কেকেআর-এ একাধিক পুরোনো সদস্যের পাশাপাশি রয়েছেন নতুন সদস্যরাও। পুরনো-নতুনের মিশেলে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শক্তিশালী ও প্রতিভাবান দল তৈরি করেছে বলে জানালেন নাইট কোচ। 

সোমবার থেকে অনুশীলন করেছে নাইট ব্রিগেড। নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামের কাছেই অনুশীলন করেন নাইট তারকারা। বরুণ চক্রবর্তী, শেলডন জ্যাকসন, শিবম মাভি, আমন খান, অশোক কুমার, বাবা ইন্দ্রজিৎ, রাশিখ দার, অভিজিৎ তোমর, অশোক শর্মা, প্রথম সিংরা অনুশীলনে নামেন। যাঁরা ইতিমধ্যে তিনদিনের নিভৃতবাস পর্ব কাটিয়ে ফেলেছেন। নেটে ব্যাট করেন শেলডনরা। একাধিক বড় ছক্কা হাঁকান সৌরাষ্ট্রের তারকা।

   

এবার আইপিএলের নিলামে কেকেআরের কৌশল নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। শুরুতে প্রচুর টাকা দিযে একাধিক খেলোয়াড়কে নেওয়ার পর দীর্ঘক্ষণ কার্যত শূন্য হাতে বসেছিল নাইটের থিঙ্ক ট্যাঙ্ক। এমনকী নিলামের প্রায় শেষ লগ্নে এসেও প্রচুর ফাঁকফোকর ছিল। তবে একেবারে শেষের দিকে একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে নাইটরা কিছুটা ‘প্রত্যাবর্তন’ করেছিল বলে মত বিশেষজ্ঞদের। সবমিলিয়ে মোটের উপর শক্তিশালী দল তৈরি করেছে কেকেআর। 

“আমাদের হাতে অত্যন্ত প্রতিভাবান দল আছে। কয়েকজন খেলোয়াড়কে আমরা খুব ভালোভাবে চিনি। কয়েকজনকে তেমন ভালোভাবে জানি না। আমি নিশ্চিত যে তাদেরও আমরা জানতে পারব। আমাদের হাতে যে দল আছে, তা নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত।”-এমনটাই জানিয়েছেন ম্যাককালাম। ইতিমধ্যে অজিঙ্কা রাহান, নীতিশ রানা এবং রিঙ্কু সিংরা হোটেলে চলে এসেছেন। তাঁরা আপাতত নিভৃতবাস পর্ব কাটাচ্ছেন। তারপর তাঁরাও অনুশীলনে নামবেন। বেঙ্কটেশ আইয়ার জানিয়েছেন, শীঘ্রই কেকেআরের শিবিরে যোগ দেবেন।