IPL2022: আইপিএলের নিয়মে আসছে একাধিক বদল

আর কয়েকদিন পরই ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটের কোটিপতি লিগ আইপিএল (IPL2022)। আইপিএলের অনুশীলন শুরু করে দিয়েছে কমবেশি সব দলই।‌ তবে এবারের…

আর কয়েকদিন পরই ২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে ভারতীয় ক্রিকেটের কোটিপতি লিগ আইপিএল (IPL2022)। আইপিএলের অনুশীলন শুরু করে দিয়েছে কমবেশি সব দলই।‌ তবে এবারের আইপিএলের নিয়মে আসতে চলেছে একাধিক বদল। 

আইপিএলে এখনও পর্যন্ত প্রতিটি ম্যাচে একটি করে ডিআরএস ছিল। অর্থাৎ প্রতি ইনিংসে দু’দল একবার করে আম্পায়রের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারত। কিন্তু এ বার থেকে ডিআরএস এক থেকে বাড়িয়ে দুই করা হতে পারে। অর্থাৎ দলগুলি চাইলে দু’বার আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করতে পারবেন। আরও জানা গিয়েছে, প্লে-অফ স্তরে নির্ধারিত সময়ের মধ্যে যদি সুপার ওভার শেষ না করা যায় তবে যে দল লিগ তালিকায় উপরে ছিল সেই দলকে জয়ী ঘোষণা করা হতে পারে। 

কোভিডের কারণে জৈবদুর্গের নিয়মেও বদল হতে পারে। সংক্রমণ এড়াতে এ বার বিমানে করে কোথাও যেতে পারবে না দলগুলি। অর্থাৎ মুম্বই থেকে পুণে বাসে করেই যাতায়াত করতে হবে সব দলকে। সেই সঙ্গে কোভিডের কারণে কোনও দল ১১ জন ক্রিকেটারকে মাঠে নামাতে না পারলে সেই খেলা পিছিয়ে অন্য দিন করা হতে পারে। সে দিনও খেলা না হলে কী হবে সেই সিদ্ধান্ত নেবে আইপিএলের টেকনিক্যাল কমিটি।

ক্যাচের ক্ষেত্রে ব্যাটারদের প্রান্ত বদলের নিয়মেও বদল হতে পারে। এ বার থেকে কোনও ব্যাটার ক্যাচ আউট হওয়ার আগে নন-স্ট্রাইকিং প্রান্তের ব্যাটার যদি স্ট্রাইকিং প্রান্তে চলেও আসেন তার পরেও নতুন ব্যাটার এসে ব্যাটিং প্রান্তে দাঁড়াবেন। শুধু মাত্র ওভারের শেষ বলে ক্যাচ আউট হলে ব্যাটারদের প্রান্ত বদল হবে।