Kiyan Nassiri: আগের তুলনায় দায়িত্বটা অনেকটাই বেড়েছে গত মরসুমের মোহন-নায়কের

kiyan nassiri

নতুন মরসুমে আরও ভালো খেলার জন্য মুখিয়ে রয়েছেন কিয়ান নাসিরি (kiyan nassiri)। এখনও ভুলতে পারেননি গত মরসুম এবং ডার্বির কথা। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর জীবন বদলে গিয়েছে, এমনটা সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন।

আরও পড়ুন: ISL : ‘হ্যাটট্রিক বয়’ কিয়ান নাসিরিকে নিয়ে চাঞ্চল্যকর পোস্ট ভাইরাল

কিয়ান নাসিরি যখন মোহনবাগানের হাত ধরে উঠে এসেছিল, তখন কথা হয়েছিল জামশিদ নাসিরিকে নিয়ে। জামশিদ নাসিরি কিয়ানের বাবা। বাবা ও ছেলেকে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে ময়দানে। এখন আলোচনা তুলনামূলক কম। তবে কিয়ান চান না, বাবার পরিচয়কে হাতিয়ার করে বড় হয়ে উঠতে। নিজের খেকার মাধ্যমে নিজেকে আগামী দিনে প্রতিষ্ঠা করতে চান তিনি।

Advertisements

আরও পড়ুন: kiyan nassiri: ডার্বি ম্যাচে “হ্যাটট্রিক বয়” কিয়ান-বান্ধবীর অন্তরঙ্গ ছবি ভাইরাল

“আগের তুলনায় দায়িত্বটা অনেকটাই বেড়েছে। আমি এটিকে মোহনবাগান এবং দলের সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা এবং সমর্থন পেয়েছি, সে জন্য আমি প্রত্যেকের কাছেই কৃতজ্ঞ। তবে আমাকে আরও পরিশ্রম করতে হবে”, এমনটাই জানিয়েছেন তরুণ কিয়ান। আগামী দিনে নিজে অন্য উচ্চতায় তলে ধরতে চান তিনি।

আরও পড়ুন: Derby : ডার্বি ম্যাচে ‘হ্যাটট্রিক বয়’ কিয়ান নাসিরির চাঞ্চল্যকর পোস্ট

“দল ও কোচকে বোঝাতে এসেছি যে, আমি যদি পরিশ্রম করি এবং তাঁদের আস্থা অর্জন করি, তাঁরা যদি আমাকে নিয়মিত মাঠে নামার সুযোগ দেন, তা হলে প্রত্যেক ম্যাচেই নিজের সেরাটা উজাড় করে দেব। চাপ সামলে খেলাটা আমার দায়িত্ব। আশা করি, এই দায়িত্বটা আমি ঠিকমতো পালন করতে পারছি। এখন আমার সামনে লক্ষ্যটা আরও উঁচুতে এবং সেই লক্ষ্যে পৌঁছতে গেলে আমাকে আরও পরিশ্রম করতে হবে।”

Advertisements