Derby : ডার্বি ম্যাচে ‘হ্যাটট্রিক বয়’ কিয়ান নাসিরির চাঞ্চল্যকর পোস্ট

ভারতীয় ফুটবলের উদীয়মান নক্ষত্র এখন কিয়ান নাসিরি।সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে হাইভোল্টেজ ডার্বি (Derby) ম্যাচের ৬৪ মিনিটে দীপক টাংড়ির পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নেমে কিয়ান…

ভারতীয় ফুটবলের উদীয়মান নক্ষত্র এখন কিয়ান নাসিরি।সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে হাইভোল্টেজ ডার্বি (Derby) ম্যাচের ৬৪ মিনিটে দীপক টাংড়ির পরিবর্ত খেলোয়াড় হিসেবে মাঠে নেমে কিয়ান নাসিরির প্রথম গোল ডার্বি ম্যাচে। তাও কখন টিম যখন এক গোলে পিছিয়ে, চিরপ্রতিদ্বন্দ্বী এসসি ইস্টবেঙ্গলের থেকে। ম্যাচের ৫৬ মিনিটে আন্তোনিও পেরোসেভিচের কর্ণার থেকে ড্যারেন সিডোলের গোলে এগিয়ে যায় লাল হলুদ ব্রিগেড, পিছিয়ে পড়ে মেরিনার্স ক্যাম্প।

হুয়ান ফেরান্দো রয় কৃষ্ণকে প্রথম একাদশে রাখে নি ISL’র দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচে। মাঠেও নামায় নি ফিজিয়ান গোল্ডেন বয়কে। এই সুযোগ কিয়ান নাসিরির কাছে লুফে নিলেন। করলেন হ্যাটট্রিক, নাটকীয় মুহুর্ত বললেও কম বলা হবে। মেলোড্রামাটিক ছন্দপতন এসসি ইস্টবেঙ্গলের অতিরিক্ত ৬ মিনিটে। লাল হলুদ জনতার চোখ বয়ে চলেছে ‘লাল হলুদ কান্নায়’।

ম্যাচের অতিরিক্ত ৯৩ এবং ৯৪ মিনিটে কিয়ান নাসিরির বলে শট লাল হলুদ ব্রিগেডের জালে জড়াতেই ইতিহাস গড়ে ফেললেন তরুণ এই প্রতিভাবান ফুটবলার। দুটো পায়ই কথা বলে কিয়ানের। অতিরিক্ত সময়ে যে দুটো গোল করেছে মেরিনার্সদের হয়ে তার মধ্যে দুই নম্বর গোল ডান পায়ে নেওয়া শট এবং তৃতীয় তথা হ্যাটট্রিক করা গোল শট নিয়েছে বা পা দিয়ে। পুরো মাখনের ওপর ছুড়ি চালানো নিখুঁত ফিনিশার প্রাক্তন ফুটবলার জামসেদ নাসিরির ছেলে কিয়ান নাসিরির।

শনিবার এমন পারফরম্যান্সের পর রবিবার সামাজিক মাধ্যমে সবুজ মেরুন জনতার কাছে এক লহমাতে নায়ক বনে যাওয়া কিয়ান নাসিরির পোস্ট,” সমর্থন এবং বার্তার জন্য সবাইকে ধন্যবাদ 💚❤️
আমাদের জন্য বিশাল 3 পয়েন্ট।
একই রাতে প্রথম গোল এবং হ্যাটট্রিক, সতীর্থদের ছাড়া এটা করতে পারতাম না!
আমরা চলতে থাকি!

#জয়মোহনবাগান।”

২০২১-২২ ইন্ডিয়ান সুপার লীগের (ISL) সেশনের দ্বিতীয় লেগের ডার্বি ম্যাচ জিতে তিন পয়েন্টের জোরে ATK মোহনবাগান পয়েন্ট টেবিলে ১১ ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে লীগের চার নম্বর পজিশনে,গোল পার্থক্য’তে (৪)। ISL লীগ টপার হায়দরাবাদ এফসি ১৩ ম্যাচে ২৩ পয়েন্ট গোল পার্থক্যে (১৫), দুই’তে জামশেদপুর এফসি ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে (৭) এবং মেরিনার্সদের মতোই সম সংখ্যক ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে ISL লীগ টেবিলে কেরালার ব্লাস্টার্স এফসি তৃতীয় স্থানে, গোল পার্থক্যে (৮)। কেরালা টিমের সঙ্গে এক পয়েন্টের পার্থক্য ATK মোহনবাগানের। মেরিনার্সদের পরের ম্যাচ ৩ ফেব্রুয়ারি মুম্বই সিটি এফসি’র বিরুদ্ধে, ফতোর্দার PJN স্টেডিয়ামে সন্ধ্যে ৭.৩০ মিনিটে।