Greg Stewart: স্কটিশ ক্লাবের স্কোয়াডে নেই গ্রেগ স্টুয়ার্টের নাম

Advertisements দল বদলের বাজারে হঠাৎ ভেসে উঠেছে গ্রেগ স্টুয়ার্টের (Greg Stewart) নাম। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan) তাঁকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী বলে শোনা যাচ্ছে।…

Transfer rumours Mumbai City FC

Advertisements

দল বদলের বাজারে হঠাৎ ভেসে উঠেছে গ্রেগ স্টুয়ার্টের (Greg Stewart) নাম। মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan) তাঁকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী বলে শোনা যাচ্ছে। ইন্ডিয়ান সুপার লিগ খেলার পর নিজের দেশের ক্লাবে ফিরে গিয়েছিলেন গ্রেগ। সেই ক্লাবের স্কোয়াডে এখন আর তাঁর নাম নেই।

বিজ্ঞাপন

Mohun Bagan: আনোয়ার বিতর্কের মধ্যে মোহনবাগানের জরুরি নোটিশ

মুম্বই সিটি এফসি থেকে স্কটল্যান্ডের Kilmarnock ফুটবল ক্লাবে যোগ দিয়েছিলেন গ্রেগ স্টুয়ার্ট। পরিসংখ্যান বলছে এই ক্লাবের হয়ে কিছু ম্যাচ খেলেছিলেন গ্রেগ স্টুয়ার্ট। আগামী মরসুমেও কি এই ক্লাবের হয়ে খেলবেন তিনি?

গুগলে কিলমারনক এফসি লিখে সার্চ করলেই পেয়ে যাবেন ক্লাবের অফিসিয়াল ওয়েব সাইট। সেখান থেকে দেখা যাবে ক্লাবের স্কোয়াড। স্কোয়াডে গ্রেগ স্টুয়ার্টের নাম নেই। আক্রমণ কিংবা মাঝমাঠ, কোনও বিভাগেই নেই গ্রেগের নাম। ক্লাবের ওয়েবসাইটে কুড়িজনের স্কোয়াড রয়েছে। এই কুড়িজনের মধ্যে নেই গ্রেগ।

ইয়ামালকে নিয়ে অনেক আলোচনা, বাংলার সৌরেন্দ্রর করা এই গোল কি দেখেছেন?

সোশ্যাল মিডিয়ায় চলা জল্পনা অনুযায়ী, মোহনবাগান সুপার জায়ান্ট গ্রেগ স্টুয়ার্টকে দলে নিতে পারে। তবে নিশ্চিত করে এখনই কিছু বলা হচ্ছে। কার জায়গায় সবুজ মেরুন স্কোয়াডে যোগ দিতে পারে স্কটল্যান্ডের এই অভিজ্ঞ ফুটবলার? আর্মান্দো সাদিকুর জায়গায় তাঁকে বাগান দলে নিতে চাইছে বলে আগ্রহী। সাদিকু এখনও মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলার। কিন্তু ক্লাব সাদিকুকে ধরে রাখতে কতটা আগ্রহী বা আদৌ আগ্রহী কি না সে ব্যাপারে প্রশ্ন রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে সাফল্যের সঙ্গে খেলা বিদেশি ফুটবলারদের মধ্যে অন্যতম গ্রেগ স্টুয়ার্ট। আক্রমণভাগে খেলা তৈরি করা ও গোল করা, দুই কাজেই তিনি পারদর্শী। আইএসএল-এ পারফরম্যান্সের বিচারে সাদিকুর থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন গ্রেগ স্টুয়ার্ট।