Odisha FC: কেরালা ব্লাস্টার্সের এই তরুণ প্রতিভাকে এবার চূড়ান্ত করল ওডিশা

গত আইএসএল মরশুমে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যেতে হলেও সুপার কাপে যথেষ্ট দাপট দেখিয়েছে ওডিশা এফসি (Odisha FC)। ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে একের পর এক প্রতিপক্ষ দলকে নাস্তানাবুদ করে টুর্নামেন্টের ফাইনালে ওঠে মরিসিওরা।

Gibson Singh

গত আইএসএল মরশুমে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যেতে হলেও সুপার কাপে যথেষ্ট দাপট দেখিয়েছে ওডিশা এফসি (Odisha FC)। ইমামি ইস্টবেঙ্গল থেকে শুরু করে একের পর এক প্রতিপক্ষ দলকে নাস্তানাবুদ করে টুর্নামেন্টের ফাইনালে ওঠে মরিসিওরা। সেখানে শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে হারিয়ে ট্রফি জয়। এক কথায় বলতে গেলে বিরাট বড় সাফল্য।

তারপর নতুন মরশুমে দলের হাল ধরেন স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা। পরবর্তীতে তার নির্দেশ মতোই নতুন করে সেজে ওঠে গোটা ওডিশা দল। সেইমতো দলের একাধিক ফুটবলারদের রিলিজ করে দলে আনা হয় মুম্বাই সিটি এফসির প্রাক্তন অধিনায়ক মুর্তাজা ফল ও আহমেদ জাহুর মতো ফুটবলারদের। পরবর্তীতে দল বদলের বাজারে সকলকে চমকে দিয়ে জগন্নাথের রাজ্যে পাড়ি দেন ফিজির তারকা ফুটবলার রয়কৃষ্ণা।

   

তবে শুধু সিনিয়র দল নয়। রিজার্ভ বেঞ্চের কথা মাথায় রেখেও একাধিক ফুটবলারদের চূড়ান্ত করে ওডিশা ম্যানেজমেন্ট। উল্লেখ্য, এবারের ডুরান্ড কাপে মূলত জুনিয়র ফুটবলারদের খেলানো হলেও ভবিষ্যতে দলের সাপ্লাই লাইন বজায় রাখার পাশাপাশি জুনিয়র দলের কথা মাথায় রেখেও একাধিক নয়া প্রতিভাকে দলে টানে ওডিশা এফসি।

এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে গিভসন সিংয়ের নাম। তবে আগামী বছর পর্যন্ত দক্ষিণের এই ফুটবল দলের সঙ্গে তার চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়েই নাকি তাকে চূড়ান্ত করেছে দল। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনও কিছু না জানানো হলেও বর্তমান সময়ে দাঁড়িয়ে ওডিশা স্কোয়াডের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছে এই প্রতিভাবান।

উল্লেখ্য, আসন্ন হিরো আইএসএল মরশুমের কথা মাথায় রেখে গত কয়েকদিন আগে থেকেই বিদেশে প্রি সিজেন শুরু করে দিয়েছে গোটা ওডিশা দল। গত আইএসএলে সেরকমভাবে দাগ না কাটতে পারলেও নতুন মরশুমে নিজেদের মেলে ধরতে মরিয়া এই ফুটবল ক্লাব।