Wednesday, November 29, 2023
HomeSports Newsমুম্বই সিটি থেকে এই প্রতিভাবান ফুটবলারকে লোনে নিচ্ছে ইন্টার কাশি

মুম্বই সিটি থেকে এই প্রতিভাবান ফুটবলারকে লোনে নিচ্ছে ইন্টার কাশি

বারানসী থেকে প্রথমবার কোনো ফুটবল ক্লাব হিসেবে উঠে এসেছে ইন্টার কাশি (Inter Kashi FC)। মূলত জাতীয় পর্যায়ে এসে অন্যান্য দলগুলিকে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াই এখন একমাত্র লক্ষ্য তাদের। সেইমতো পিটার হার্টলি থেকে শুরু করে একাধিক দেশি ও বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করে এই নয়া ফুটবল দল।

   

পাশাপাশি একটা সময় ময়দানের দুই প্রধান তথা ইস্টবেঙ্গল ও মোহনবাগানে দাপিয়ে খেলা গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য থেকে শুরু করে সেহনাজ সিং ও সুমিত পাসির মতো ফুটবলাররা যোগদান করেছেন অনেক আগেই। এছাড়াও দল বদলের বাজার থেকে আরও একাধিক ফুটবলারদের দলে টানার লক্ষ্য রয়েছে তাদের।

সেই লক্ষ্য নিয়েই এবার লোনের মাধ্যমে খেলোয়াড় নেওয়ার সিদ্ধান্ত নিল ইন্টার কাশি ম্যানেজমেন্ট। হিরো আইএসএলের অন্যতম শক্তিশালী দল তথা মুম্বাই সিটি এফসি থেকে এবার লোনের মাধ্যমে গ্যামার নিকুমকে নিতে চলেছে বারানসীর এই ফুটবল ক্লাব। চলতি বছরের শুরুতেই এই তরুণ প্রতিভার সঙ্গে চুক্তি করেছিল মুম্বাই ম্যানেজমেন্ট।

সেই অনুযায়ী আগামী ২০২৭ সাল পর্যন্ত মুম্বাই দলের সঙ্গে চুক্তিবদ্ধ এই মিডফিল্ডার। তবে আসন্ন আইলিগ মরশুমের কথা মাথায় রেখে এবার তাকে ইন্টার কাশিতে পাঠাতে রাজি এই আইএসএল জয়ী দল। তবে এখনো পর্যন্ত সমস্ত কিছু আলোচনা হিসেবে থাকলেও আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে সমস্ত কিছু।

অন্যদিকে, আইলিগ মরশুম শুরু করার আগে কয়েকদিন শহর কলকাতায় প্রাক মরশুম অনুশীলন চালাচ্ছে ইন্টার কাশি দল। যতদূর জানা গিয়েছে, পরবর্তীতে বেশকিছু ফ্রেন্ডলি ম্যাচ খেলার পর আইলিগ অভিযান শুরু করবে এই নয়া ফুটবল দল।

Latest News