ওডিশা এফসির এই গোলরক্ষককে দলে টানল কেরালা

ডুরান্ডের হতাশাজনক পারফরম্যান্সের পর আইএসএলের শুরুটা ও ভালো হয়নি কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। পরাজয়ের মধ্য দিয়েই দেশের এই প্রথম ডিভিশন লিগ শুরু করেছিল দক্ষিণের এই…

kamaljit singh football

ডুরান্ডের হতাশাজনক পারফরম্যান্সের পর আইএসএলের শুরুটা ও ভালো হয়নি কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। পরাজয়ের মধ্য দিয়েই দেশের এই প্রথম ডিভিশন লিগ শুরু করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। পরবর্তীতে জয়ের মুখ দেখলেও সেটা ধরে রাখা সম্ভব হয়নি। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলে। ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগের শেষে অনেকটাই তলানিতে গিয়ে ঠেকেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। এমন পরিস্থিতিতে নয়া কোচ মিকেল স্ট্যাহরে সহ গোটা সাপোর্টিং স্টাফেদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয় ম্যানেজমেন্ট।

   

তারপর থেকেই টমাস টচর্জের পাশাপাশি থেক্কাথারা পুরুষোথামনের তত্ত্বাবধানে দেশের এই প্রথম ডিভিশন লিগে খেলছে কেরালা ব্লাস্টার্স। প্রথম লেগের শেষে দলের হতাশাজনক পারফরম্যান্স থাকলেও বর্তমানে যত ম্যাচ এগোচ্ছে নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। আগের ম্যাচে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইমামি ইস্টবেঙ্গলের কাছে পরাজিত হতে হলেও গত বৃহস্পতিবার ফের জয়ে ফিরেছে আদ্রিয়ান লুনাদের ক্লাব। অ্যাওয়ে ম্যাচে তাঁরা পরাজিত করেছে শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে। যারফলে এখনও পর্যন্ত টুর্নামেন্টের সুপার সিক্সের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখল নোয়া সাদাউরা।

তবে এসবের মাঝেই দল বদলের বাজারে বড়সড় চমক দিল এই ফুটবল ক্লাব। এবারের এই উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে শেষ মুহূর্তে কমলজিৎ সিংকে দলে টানল কেরালা ব্লাস্টার্স। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। গত সিজনে ইমামি ইস্টবেঙ্গল থেকে জগন্নাথের রাজ্যের ফুটবল ক্লাব তথা ওডিশা এফসিতে যোগদান করেছিলেন এই ফুটবলার। পরবর্তীতে খেলেছেন কয়েকটি ম্যাচ। তবে এই সিজনে সেভাবে নজর কাড়তে পারেননি এই ভারতীয় গোলরক্ষক। হিসাব অনুযায়ী এই নতুন বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে ওডিশা এফসির চুক্তি থাকলেও ট্রান্সফার ফি দিয়ে তাঁকে টেনে নিল কেরালা।

যারফলে বাকি মরসুমে দক্ষিণের এই ফুটবল ক্লাবের হয়েই খেলতে দেখা যেতে পারে তাঁকে। কিন্তু উভয়ের চুক্তি অনুযায়ী এবছর ওডিশা এফসির বিপক্ষে তাঁকে খেলাতে পারবে না কেরালা। মাস কয়েক আগে ঠিক এমন চুক্তিতেই রাহুল কেপিকে দলে টেনেছিল ওডিশা এফসি।