এই ৩ ফুটবলারকে দলে নিতে পারে Kerala Blasters

   কোচির কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters) ইন্ডিয়ান সুপার লিগে দক্ষিণ ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব। ২০১৪ সালে প্রথম আইএসএল থেকেই লড়াইয়ের মাঠে রয়েছে কেরালা ব্লাস্টার্স।…

Kerala Blasters
  

কোচির কেরালা ব্লাস্টার্স এফসি (Kerala Blasters) ইন্ডিয়ান সুপার লিগে দক্ষিণ ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব। ২০১৪ সালে প্রথম আইএসএল থেকেই লড়াইয়ের মাঠে রয়েছে কেরালা ব্লাস্টার্স। তবে ১০ বছর পরেও কেরালা ব্লাস্টার্স একটিও ট্রফি জিততে পারেনি। সার্বিয়ান প্রধান কোচ ইভান ভুকোমানোভিচের অধীনে গত তিন মরসুমে প্লে-অফ খেলেছে এবং একবার ফাইনাল খেলেছে দল।

   

নতুন কোচের অধীনে প্রথম ট্রফির পুরনো আশা নিয়েই ২০২৪-২০২৫ মরসুমে নামবে কেরালা ব্লাস্টার্স। ২০২৪-২৫ সিজনে কেরালা ব্লাস্টার্স এফসি-র কোচের দায়িত্বে থাকবেন সুইডিশ ম্যানেজার মাইকেল স্টাহরে। দুই বছরের চুক্তিতে ভারতীয় ক্লাবে তিনি যোগ দিয়েছেন। স্টাহরের আগমনের সঙ্গে সঙ্গে কেরালা ব্লাস্টার্স যে নতুন খেলোয়াড়দের যুক্ত করবে সেটাও নিশ্চিত। এই তিন ফুটবলার ইয়েলো আর্মির জন্য হতে পারেন উপযুক্ত।

Antonio Lopez Habas: আরও এক পুরস্কার পেয়ে যেতে পারেন হাবাস

১. ক্রিস্টিয়ান বাতোচ্চিও

ভাল ফলাফল পাওয়ার জন্য কোচের হাতে শক্তিশালী স্কোয়াড থাকা জরুরি। এটা সত্যি যে কেরালা ব্লাস্টার্সের মিডল অর্ডারে বিদেশি খেলোয়াড়দের সংখ্যা বেশি নেই। ২০২৩-২৪ মরসুমে কেরালা ব্লাস্টার্সের সেন্ট্রাল মিডফিল্ডার ছিলেন মালয়ালি খেলোয়াড় ভিবিন মোহনন এবং জাতীয় দলের খেলোয়াড় জিকসন সিং। তবে মিডফিল্ডে বিদেশি খেলোয়াড়দের উপস্থিতি কেরালা ব্লাস্টার্সের পারফরম্যান্সকে আরও উন্নত করবে। এক্ষেত্রে ক্রিস্টিয়ান বাতোচ্চিও কেরালা ব্লাস্টার্সের জন্য হতে পারেন ভাল সংযোজন।

২. অভিষেক সিং

২০২৩-২০২৪ মরসুমে কেরালা ব্লাস্টার্স এফসির পারফরম্যান্সের ক্ষেত্রে ফুল-ব্যাক পজিশন দুর্বল ছিল। তাই ২০২৪-২০২৫ মরসুমের জন্য এই ফুল ব্যাককে পজিশনকে আরও শক্তিশালী করতে হবে। ফর্মের অভাবে গত মরসুমে প্রবীর দাস, নাওচা সিং ও সন্দীপ সিংকে রোটেট করতে বাধ্য হয়েছিলেন ইভান ভুকোমানোভিচ। মাইকেল স্টাহরের খেলানোর ধরণ ফুল ব্যাককে বেশি গুরুত্ব দেয়।

Mohun Bagan: মোহনবাগানের গোলকিপার লিস্টেই নেই, অমরিন্দর অনেক এগিয়ে

৩. জেরি মাউইংথাঙ্গা

উইঙ্গার পজিশন এমন একটি জায়গা যেখানে কেরালা ব্লাস্টার্সকে শক্তিশালী করতে হবে। ২০২৩-২৪ মরসুমে এই পজিশনে ছিলেন মহম্মদ আইমান। তিনি পরিস্থিতি সামাল দিয়েছেন। তবে কেরালা ব্লাস্টার্সের এমন একজন উইঙ্গার দরকার যে আরও সৃজনশীল হতে পারবে প্রয়োজনে। গত মরসুমে কেরালা ব্লাস্টার্স কে পি রাহুল এবং জাপানের ডাইসুকে সাকাই এর অফ ফর্মের কারণে সমস্যায় পড়েছিল বেশ।