Kerala Blasters: এই বিদেশী ফুটবলারকে বিদায় জানাতে পারে কেরালা

গত ম্যাচে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিপক্ষে আসেনি জয়। হাড্ডাহাড্ডি লড়াই করেও পরাজিত হতে হয়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) দলকে। যা নিয়ে কিছুটা হলেও হতাশ…

Marko Leskovic

গত ম্যাচে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির বিপক্ষে আসেনি জয়। হাড্ডাহাড্ডি লড়াই করেও পরাজিত হতে হয়েছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) দলকে। যা নিয়ে কিছুটা হলেও হতাশ সকলে। তবে এবারের ইন্ডিয়ান সুপার লিগের প্লে-অফে অনেক আগেই নিজেদের নিশ্চিত করে ফেলেছে দক্ষিণের এই ফুটবল ক্লাব।

এবার নিজেদের ছন্দ বজায় রেখে টুর্নামেন্টের লিগলিল্ডের লড়াইয়ে টিকে থাকাই একমাত্র উদ্দেশ্য ইভান ভুকোমানোভিচের ছেলেদের। এই মর্মেই বুধবার বিকেলে ঘরের মাঠে কলকাতা ময়দানের অন্যতম প্রধান মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে খেলতে নামবে প্রীতমরা। এই ম্যাচে জয় পেলে পয়েন্টে অনেকটাই এগিয়ে আসবে কেরালা।

তবে এই ম্যাচ যে খুব একটা সহজ হবে না তা ভালো মতোই জানেন সকলে। তবুও ঘরের মাঠে তিন পয়েন্ট পাওয়ার চেষ্টা করবে এই ফুটবল দল। বর্তমানে ১৭ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে কেরালা। তাই নিজেদের স্থান আরো কিছুটা পোক্ত করতে এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট পাওয়ার লক্ষ্য থাকবে তাদের। সেক্ষেত্রে এই ম্যাচে বিশেষ নজর থাকবে অন্যতম দাপুটে ফুটবলার ডায়ামান্টাকোস্টের দিকে।

অপরদিকে, ‌ অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো পয়েন্ট সংগ্রহ করে লিগশিল্ড জয়ের রাস্তা আরো কিছুটা সুগম করতে চায় মোহনবাগান সুপারজায়ান্টস। তবে চলতি মরশুমে একাধিক দাপুটে ফুটবলারের চোট আঘাতজনিত সমস্যা যথেষ্ট ব্যাকফুটে ঠেলে দিয়েছে দলকে। বিশেষ করে আদ্রিয়ান লুনা এবং কোয়েমি পেপড়ার মতো খেলোয়াড়দের অনুপস্থিতি যথেষ্ট ভুগিয়েছে ম্যানেজমেন্টকে।

এসবের মাঝেও খেতাব জয়ের স্বপ্ন দেখছে কেরালা। তবে এবার এই মরশুম শেষে দল থেকে ছাঁটাই হতে পারেন ক্রোয়েশিয়ান ফুটবলার মার্কো লেসকোভিচ। হ্যাঁ ঠিকই শুনেছেন। চলতি মরশুমে এই বিদেশী ডিফেন্ডারের ওপরে সকলের ভরসা থাকলেও তার পারফরম্যান্স খুব একটা পছন্দ হয়নি ম্যানেজমেন্টের। এই বছরের মে মাস পর্যন্ত আইএসএলের এই ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন তিনি। তাই সব ঠিকঠাক থাকলে আইএসএল শেষেই রিলিজ করে দেওয়া হতে পারে বছর বত্রিশের এই ফুটবলারকে।