CAA: এবার পাকিস্তানিদের জন্য টাকা খরচ করবে বিজেপি সরকার, অভিযোগ মুখ্যমন্ত্রীর

এবার সিএএ (CAA) ইস্যুতে সুর চড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ লাগু করেছে কেন্দ্রীয় সরকার। এরপরই উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। কেন্দ্রীয়…

arvind

এবার সিএএ (CAA) ইস্যুতে সুর চড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ লাগু করেছে কেন্দ্রীয় সরকার। এরপরই উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তও সমালোচনার মুখে পড়ছে। এদিকে, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে আজ সাংবাদিক সম্মেলন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা ভোট ব্যাঙ্ক বানানোর খেলা, বিজেপি ভোটব্যাঙ্কের রাজনীতি করছে। পাকিস্তানিদের দেশের অধিকার দিচ্ছে। সিএএ উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আরও ক্ষতি করবে। অন্যান্য দেশ বহিরাগতদের আসতে বাধা দেয়। বিজেপি নির্বাচনী লাভের জন্য সিএএ এনেছে। বিজেপি তাদের ভোট ব্যাংক তৈরি করছে। দেশের দাবি, সিএএ প্রত্যাহার করতে হবে। দেশের যুব সমাজ কর্মসংস্থান পাচ্ছে না।’

মুখ্যমন্ত্রী বলেন, “এই সিএএ কী? কেন্দ্রের বিজেপি সরকার বলছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা সংখ্যালঘুরা যদি ভারতীয় নাগরিকত্ব পেতে চান, তাহলে তাঁদেরও নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ বিপুল সংখ্যক সংখ্যালঘুকে আমাদের দেশে নিয়ে আসা হবে। তাদের চাকরি দেওয়া হবে এবং তাদের জন্য ঘর তৈরি করে দেওয়া হবে। বিজেপি আমাদের ছেলেমেয়েদের চাকরি দিতে পারে না, কিন্তু তারা পাকিস্তান থেকে ছেলেমেয়েদের চাকরি দিতে চায়। আমাদের অনেক লোক গৃহহীন কিন্তু বিজেপি পাকিস্তান থেকে আসা লোকদের জন্য এখানে বসতি স্থাপন করতে চায়। তারা আমাদের চাকরি অন্যদের সন্তানদের দিতে চায়। তারা পাকিস্তানিদের আমাদের ন্যায্য ঘরে বসতি স্থাপন করতে চায়। ভারত সরকারের যে অর্থ আমাদের পরিবার ও দেশের উন্নয়নের জন্য ব্যবহার করা উচিত, তা পাকিস্তানিদের বসতি স্থাপনের জন্য ব্যবহার করা হবে।”