হেড কোচ প্রসঙ্গে কী বললেন করোলিস স্কিনকিস?

পাঞ্জাব এফসির কাছে‌ পরাজিত হয়েই আইএসএল শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সকলের কাছে। যদিও সেখান থেকেই ধীরে ধীরে ঘুরে…

Karolis Skinkys

পাঞ্জাব এফসির কাছে‌ পরাজিত হয়েই আইএসএল শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters)। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল সকলের কাছে। যদিও সেখান থেকেই ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। কিন্তু সেটা বেশিদিন সেটা বজায় থাকেনি। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল লিগের পয়েন্ট টেবিলে‌। দলের এমন পারফরম্যান্স নিয়ে ক্ষোভে ফুঁসতে শুরু করেছিল সমর্থকরা। তাই সবদিক নজরে রেখেই গত বছরের শেষের দিকে বিদায় জানানো হয় মিকেল স্ট্যাহরে সহ তাঁর সকল সাপোর্টিং স্টাফেদের।

তারপর থেকেই অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব পালন করে আসছেন থেক্কাথারা পুরুষোথামণ। এই কোচের দায়িত্ব গ্রহণের পর থেকেই পুরনো ছন্দ ফিরে পেতে শুরু করেছিল কেরালা‌। একটা সময় সুপার সিক্সের লড়াইয়ে কার্যত অনিশ্চিত থাকলেও সেখান থেকেই সকলকে চমকে দিয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। বিশেষ করে চেন্নাইয়িন এফসিকে পরাজিত করার পর থেকেই প্রথম ছয়ে উঠে আসার অন্যতম দাবিদার হয়ে উঠেছিল আদ্রিয়ান লুনারা। কিন্তু ছন্দ পতন হয় মোহনবাগান ম্যাচ থেকে। আইএসএলের প্রথম লেগের মতো দ্বিতীয় লেগে ও শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টের কাছে পরাজিত হতে হয় কোয়ামি পেপরাদের।

   

তারপর গোয়া ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। দুইটি গোলের ব্যবধানে পরাজিত হতে হয় মানোলো মার্কুয়েজের দলের কাছে। যারফলে এই আইএসএলের সুপার সিক্সে যাওয়া কার্যত অসম্ভব হয়ে গিয়েছে কেরালা ব্লাস্টার্সের কাছে। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। সেজন্য এখন থেকেই আগামী মরসুমের জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছে দেশের এই ফুটবল ক্লাব। সব ঠিকঠাক থাকলে জুলাই মাসের প্রথম সপ্তাহে ইউরোপে প্রাক-মরসুম প্রস্তুতি ছাড়তে যাবে কেরালা ব্লাস্টার্স। কিন্তু কে হবেন দলের নতুন কোচ? সেই নিয়ে এখনো রয়ে গিয়েছে ধোঁয়াশা।

বর্তমানে থেক্কাথারা পুরুষোথামণ দলের দায়িত্ব পালন করলেও সেটা স্থায়ী নয়। তাই এই সিজনে সম্ভব না হলেও আসন্ন ফুটবল মরসুমের শুরুতেই নয়া হেড কোচের দেখা মিলতে পারে কেরালা দলে। এই কোচ প্রসঙ্গেই করোলিস স্কিনকিস বলেন, ” বর্তমানে টমাস টচর্জ এবং টিজিপি যথেষ্ট ভালো কাজ করছেন। তবে আমরা অন্যান্য বিকল্পগুলির দিকে ও নজর রাখছি। কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচের হাত ধরে দল ভালো পারফরম্যান্স করছে। আমাদের একাধিক পরিকল্পনা রয়েছে। সঠিক সময়ে সেরা সিদ্ধান্ত আসবে।”