Kerala Blasters: বিদেশে প্রি-সিজন কেরালার, মরশুম নিয়ে বিশেষ পরিকল্পনা

Kerala Blasters fan girl

ইভান জামানার অবসান ঘটিয়ে এবার কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) দায়িত্ব পেয়েছেন মিকেল স্ট্যাহরে। বিগত কয়েক মরশুমে ইউরোপ সহ একাধিক লিগে কোচিং করিয়েছেন তিনি। বলতে গেলে বিদেশের মাটিতে কোচিং করানোর ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এই সুইডিশ কোচের। কিন্তু শেষ কয়েক মরশুমে চূড়ান্ত সাফল্য পাননি কোনো ক্ষেত্রে।

তবে এবার এই কোচকে সামনে রেখেই চূড়ান্ত সাফল্য পাওয়ার লক্ষ্য রয়েছে দক্ষিণের এই ফুটবল ক্লাবের। সেজন্য, তার নির্দেশ মেনেই এবার ঘর গোছানোর কাজে হাত দিয়েছে ম্যানেজমেন্ট। আদ্রিয়ান লুনার পাশাপাশি কোয়ামে পেপ্রাহর মতো ফুটবলারদের রাখার পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল দলের।

   

সেইসাথে সোম কুমার সহ আর একাধিক ভারতীয় তরুণকে চূড়ান্ত করে ফেলেছে ম্যানেজমেন্ট। আগামী কয়েকদিনের মধ্যেই তাদের সাইন করানোর কথা ঘোষণা করতে পারে এই ফুটবল ক্লাব। কিন্তু সেখানেই শেষ নয়। নতুন সিজনের কথা মাথায় রেখে এবার জোরকদমে প্রস্তুতি শুরু করতে চায় কেরালা। তবে ভারতে নয়। যতদূর খবর প্রি-সিজন করতে এবার থাইল্যান্ড উড়ে যেতে চলেছে গোটা দল। মূলত ৩রা জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত আয়োজিত হবে এই প্রস্তুতি শিবির। শোনা যাচ্ছে, দলের সঙ্গে যুক্ত হওয়া নতুন ফুটবলারদের সরাসরি ডেকে নেওয়া হতে পারে সেখানে।

সেখান থেকেই পরবর্তীতে গোটা দল উড়ে যাবে ডুরান্ড কাপের ভেন্যুতে। বলতে গেলে এবার সিজন শুরু থেকেই ট্রফি জেতার জন্য লড়াই করতে নামছে স্ট্যাহরের ছেলেরা।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন